68th National Film Awards: চলছে খরা, জাতীয় মঞ্চে বাংলা ছবির ভাঁড়ার শূন্য
'তানাজি' ছবির জন্য সেরা অভিনেতার সম্মান পেলেন অজয় দেবগন। অজয়ের সঙ্গে যুগ্মভাবে সেরা অভিনেতার সম্মান পেয়েছেন সুরিয়া। সেরা ছবির তকমা পেলেন 'সুরারাই পোত্রু'। সেরা বিনোদনমূলক ছবি নির্বাচিত হয়েছে 'তানাজি'। সেরা হিন্দি ছবি 'তুলসীদাস জুনিয়র'।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো : ঘোষণা হয়ে গেল ৬৮তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার। 'তানাজি' ছবির জন্য সেরা অভিনেতার সম্মান পেলেন অজয় দেবগন। অজয়ের সঙ্গে যুগ্মভাবে সেরা অভিনেতার সম্মান পেয়েছেন সুরিয়া। সেরা ছবির তকমা পেলেন 'সুরারাই পোত্রু'। সেরা বিনোদনমূলক ছবি নির্বাচিত হয়েছে 'তানাজি'। সেরা হিন্দি ছবি 'তুলসীদাস জুনিয়র'।
এক নজরে দেখে নেওয়া যাক কার ঝুলিতে এল কোন পুরস্কার...
সেরা অভিনেতা- অজয় দেবগন (ছবি-তানাজি) সুরিয়া (ছবি-সুরারাই পত্রু)
সেরা অভিনেত্রী- অপর্ণা বালামুরালী
সেরা ছবি-সুরারাই পোত্রু
সেরা বিনোদনমূলক ছবি- তানাজি
সেরা হিন্দি ছবি - তুলসীদাস জুনিয়র
সেরা পরিচালক- শচীনন্দন কে আর (ছবি-এ কে আয়াপ্পানুম কোশিয়ুম) (মালয়ালম)
সেরা পার্শ্ব অভিনেতা বিজু মেনন (ছবি-এ কে আয়াপ্পানুম কোশিয়ুম ) (মালয়ালম)
সেরা পার্শ্ব অভিনেত্রী- লক্ষ্মীপ্রিয়া চন্দ্রমৌলি (ছবি-শিবরাঞ্জনিয়ুম ইনুম সিলা পেঙ্গালুম) (তামিল)
সেরা সংগীত পরিচালক- বিশাল ভরদ্বাজ ( গান-১২৩২ কিলোমিটার মারেঙ্গে তো ওহি যা কর)
সামাজিক বিষয় নিয়ে তৈরি সেরা ছবি- জাস্টিস ডিলেইড বাট ডেলিভারড এবং থ্রি সিস্টার্স
সেরা বাংলা ছবি- অভিযাত্রিক ( পরিচালক শুভ্রজিৎ মিত্র)
সেরা সিনেমাটোগ্রাফি - অভিযাত্রিক ( পরিচালক শুভ্রজিৎ মিত্র)
সেরা গায়িকা- নানচাম্মা (ছবি-এ কে আয়াপ্পানুম কোশিয়ুম) (মালয়ালম)
সেরা গায়ক- রাহুল দেশপান্ডে (ছবি- মি বসন্তরাও) (মারাঠি)
সেরা শিশু চলচ্চিত্র- সুমি (মারাঠি)
সেরা চিত্রনাট্য (অরিজিনাল): শালিন উষা নায়ার এবং সুধা কোঙ্গারা (ছবি-সোরারাই পোত্রু) (তামিল)
সেরা সম্পাদনা: শ্রীকর প্রসাদ (ছবি- শিভারঞ্জনিয়ুম ইনুম সিলা পেঙ্গালুম) (তামিল)