পানশালায় ভাঙচুরের অভিযোগে গ্রেফতার আদিত্য পাঞ্চালি

পর্দার ভিলেন বাস্তবের দুনিয়াতেও ভিলেন বনে গেলেন। বলিউড অভিনেতা আদিত্য পাঞ্চালি মুম্বাইয়ের  এক পানশালায় ভাঙচুর ও হোটেল কর্মীদের মারধরের অভিযোগ উঠল। আর এই অভিযোগের জেরে গ্রেফতার  করা হল আদিত্যকে।  আদিত্যর বিরুদ্ধে অভিযোগ, জুহুর প্রিন্সেস হোটেলে তিনি ভাঙচুর করেন।

Updated By: Mar 8, 2015, 02:56 PM IST
পানশালায় ভাঙচুরের অভিযোগে গ্রেফতার আদিত্য পাঞ্চালি

ওয়েব ডেস্ক: পর্দার ভিলেন বাস্তবের দুনিয়াতেও ভিলেন বনে গেলেন। বলিউড অভিনেতা আদিত্য পাঞ্চালি মুম্বাইয়ের  এক পানশালায় ভাঙচুর ও হোটেল কর্মীদের মারধরের অভিযোগ উঠল। আর এই অভিযোগের জেরে গ্রেফতার  করা হল আদিত্যকে।  আদিত্যর বিরুদ্ধে অভিযোগ, জুহুর প্রিন্সেস হোটেলে তিনি ভাঙচুর করেন।

জানা যায়, হোটেলে কেন হিন্দি গান বাজানো হচ্ছে না, এই প্রশ্ন তুলে আদিত্য পাঞ্চালি হোটেল কর্মীদের ওপর চড়াও হন ও ভাঙচুর চালান। ঘটনার পর আদিত্য পাঞ্চালিকে গ্রেফতার করে পুলিস। তার বিরুদ্ধে একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করেছে হোটেল কর্তৃপক্ষ।

ভারতীয় দণ্ডবিধির ৩২৩,৩২৪ ধারায় মামলা রুজু করা হয়েছে।৷ রবিবার হাইকোর্ট বন্ধ থাকায় থানার লকআপেই থাকতে হচ্ছে আদিত্য পাঞ্চালিকে৷ সোমবার তাকে কোর্টে তোলা হবে।

.