কোভিড টেস্ট করাচ্ছেন জিতু কমল, কেমন আছেন অভিনেতা!

জিতু নিজেই শেয়ার করেন ভিডিয়ো

Edited By: জয়িতা বসু | Updated By: Oct 21, 2020, 05:12 PM IST
কোভিড টেস্ট করাচ্ছেন জিতু কমল, কেমন আছেন অভিনেতা!
ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদন : করোনা থাবা বসিয়েছে গোটা বিশ্ব জুড়ে। আমেরিকা থেকে আফ্রিকা কিংবা ভারতবর্ষ, কোভিডের থাবা থেকে বাদ পড়েনি বিশ্বের তাবড় দেশগুলি। কোভিডে আক্রান্ত হওয়ার নিরিখে আমেরিকার পরেই বর্তমানে ভারতের নাম।  ফলে মুম্বই , দিল্লি, আহমেদাবাদের সঙ্গে কলকাতায়ও বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। করোনার জেরে এবার দুর্গা পুজোর প্যান্ডেলেও 'নো এন্ট্রি জোন' ঘোষণা করেছে কলকাতা হাইকোর্ট। 

Add Zee News as a Preferred Source

আরও পড়ুন  : কেমন আছেন সঞ্জয় দত্ত? প্রকাশ্যে এল চাঞ্চল্যকর খবর!

প্রতিদিন যখন করোনা আক্রান্তেের সংখ্যা বাড়ছে, সেই সময় সাধারণ মানুষের সঙ্গে আক্রান্ত হচ্ছেন সেলেবরাও। ভিভান ঘোষ থেকে দেবযানী মুখোপাধ্যায়, টেলিভিশনের একের পর এক অভিনেতা, অভিনেত্রী করোনায় আক্রান্ত হয়েছে। যদিও প্রত্যেকে সুস্থ হয়ে ফের শ্যুটিং ফ্লোরে ফিরে গিয়েছেন। সেই তালিকায় যুক্ত হল অভিনেতা জিতু কমলের নাম। তবে করোনায় আক্রান্ত হননি অভিনেতা। জ্বরের পর সাবধানতা অবলম্বন করে কোভিড পরীক্ষা করান জিতু কমল। 

দেখুন সেই ভিডিয়ো...

 

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

 

প্রসঙ্গত জিতু কমল এবং তাঁর অভিনেত্রী স্ত্রী নবনিতা দুজনেই ভাল আছেন বলে খবর। 

.