প্রয়াত সত্যজিৎ রায়ের 'ঘরে বাইরে' ছবির 'বিমলা' Swatilekha Sengupta
কিডনি বিকল হয়ে মৃত্যু হয়েছে অভিনেত্রীর।
নিজস্ব প্রতিবেদন : প্রয়াত সত্যজিৎ রায়ের 'ঘরে বাইরে' ছবির 'বিমলা' স্বাতীলেখা সেনগুপ্ত (Swatilekha Sengupta)। জানা যাচ্ছে, কিডনি বিকল হয়ে মৃত্যু হয়েছে অভিনেত্রীর। গত ২৫দিন ধরে বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ICU-তে ভর্তি ছিলেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭১ বছর। তবে তিনি করোনায় আক্রান্ত ছিলেন না বলেই জানাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ।
সেই ১৯৮৪ সাল। সৌমিত্র চট্টোপাধ্যায় এবং ভিক্টর বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এক পর্দায় সত্যজিৎ রায়ের ‘ঘরে বাইরে’-তে দেখা গিয়েছিল স্বাতীলেখা সেনগুপ্তকে (Swatilekha Sengupta)। এর পর বহু বছর বাংলা ছবির দর্শক তাঁকে পর্দায় দেখতে পাননি। কিন্তু অন্য দিকে মঞ্চ দাপিয়ে বেড়িয়েছেন অভিনেত্রী। নান্দীকার নাট্য দলের অন্যতম প্রতিষ্ঠাতা ছিলেন তিনি। পরবর্তীকালে প্রযোজক-পরিচালক নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের 'বেলাশেষে' ছবিতে ফের সৌমিত্র চট্টোপাধ্যায়ের বিপরীতে দেখা যায় তাঁকে।