Adrit-KK: আদৃতের কন্ঠে কেকে-র গান, ঝড়ের গতিতে ভাইরাল ভিডিও
অভিনয়ের পাশাপাশি আদৃত খুব ভালো গান। তাঁর গানের অনুরাগীও প্রচুর। সোশ্যাল মিডিয়াতে মাঝে মাঝেই গানের ভিডিও পোস্ট করেন অভিনেতা।
নিজস্ব প্রতিবেদন: গত সপ্তাহে টিআরপি তালিকায় শীর্ষ স্থানে জায়গা পেয়েছিল 'মিঠাই'(Mithai)। এই ধারাবাহিকের দুই মুখ্য চরিত্র মিঠাই ও সিডের জনপ্রিয়তা তুঙ্গে। তবে শুধু ধারবাহিকের চরিত্র হিসাবেই নয়, অভিনেতা আদৃতের(Adrit Roy) ভক্তও সংখ্যায় প্রচুর। বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় আদৃতের ফ্যান ফলোয়িং যেকোনও স্টারের কাছেই ঈর্ষণীয়।
অভিনয়ের পাশাপাশি আদৃত খুব ভালো গান। তাঁর গানের অনুরাগীও প্রচুর। সোশ্যাল মিডিয়াতে মাঝে মাঝেই গানের ভিডিও পোস্ট করেন অভিনেতা। সেই ভিডিওর দর্শক সংখ্যা দেখেই বোঝা যায় তাঁর জনপ্রিয়তা। আদৃতের একটি গানের ব্যান্ড রয়েছে। সেই ব্যান্ডের নাম পোস্টার বয়েজ। সেই ব্য়ান্ডের মুখ্য গায়ক আদৃত। সম্প্রতি গানে গানে প্রয়াত সঙ্গীতশিল্পী কেকে-কে শ্রদ্ধা জানান আদৃত।
কলকাতায় শো করতে এসে সম্প্রতি আকস্মিকভাবে প্রয়াত হন কেকে। তাঁর এই মৃত্যু মেনে নেওয়া ছিল কষ্টকর। অনেকেই গানে গানে তাঁকে শ্রদ্ধাঞ্জলি জানিয়েছেন, এবার সেই তালিকায় নয়া সংযোজন আদৃত। নয়ের দশকের অন্যতম সেরা গায়ক কেকে, বলিউডে নিজের গানের স্টাইল সেট করেছিলেন। দশকের পর দশক ধরে তাঁর গানে মুখে মুখে ফিরছে।
সেই স্টাইলে তাঁর মতো গাওয়া অসম্ভব বলেই মনে করেন আদৃত। তিনি লিখেছেন, 'তাঁর মতো গাওয়া অসম্ভব। তাও আমরা চেষ্টা করছি। এটা আমাদের রিহার্সালের অংশ'। 'রেহেনা হ্যায় তেরে দিল মে' ছবির 'সচ কহে রাহা হ্যায়' গানটি গাইলেন আদৃত এবং পোস্টারবয়েজ-এর অন্যান্য সদস্যরা। কয়েক ঘণ্টার মধ্যেই গানের ভিডিওটি ভাইরাল হয়ে যায়। ৬ ঘণ্টায় ১৩ হাজার দর্শক এই গান পছ্নদ করেছে। প্রায় ৫৮০ জন শেয়ার করেছে সেই ভিডিও। আগামী ২৫ জুন নজরুল তীর্থে কেকে-র গান নিয়ে কনসার্ট করবে পোস্টার বয়েজ।
আরও পড়ুন: Prosenjit-Jeet: শীঘ্রই বড়পর্দায় একসঙ্গে জিৎ-প্রসেনজিৎ, যৌথ ঘোষণা তারকাদের