পাকিস্তানের করাচিতে সাহিত্য উত্সবের আমন্ত্রণ ফেরালেন জাভেদ - শাবানা

করাচিতে কাইফি আজমির রচনার ওপর এক সাহিত্য বাসরে যোগদানের কথা ছিল শিল্পী দম্পতি

Updated By: Feb 18, 2019, 05:31 PM IST
পাকিস্তানের করাচিতে সাহিত্য উত্সবের আমন্ত্রণ ফেরালেন জাভেদ - শাবানা

নিজস্ব প্রতিবেদন: করাচিতে সাহিত্য অনুষ্ঠানের আমন্ত্রণ ফেরালেন লেখক জাভেদ আখতার ও অভিনেত্রী সাবানা আজমি। করাচিতে কবি কাইফি আজমির রচনা নিয়ে আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার কথা ছিল তাঁদের। করাচি আর্ট কাউন্সিলের পাঠানো সেই আমন্ত্রণ ফিরিয়ে দিয়েছেন এই শিল্পী দম্পতি। 

শুক্রবার জাভেদ আখতার লেখেন, 'করাচি আর্ট কাউন্সিলের তরফে আমাদের আমন্ত্রণ পাঠানো হয়েছিল। কাইফি আজমির কবিতার ওপর এক সাহিত্য সম্মেলনে যোগ দেওয়ার কথা ছিল আমার ও সাবানার। আমরা তা বাতিল করেছি। ১৯৬৫ সালের ভারত - পাক যুদ্ধের সময় কাইফি সাহেব লিখেছিলেন, অউর ফির কৃষ্ণা নে অর্জুন সে কাহা।'

 

বৃহস্পতিবার বিকেলে কাশ্মীরের পুলওয়ামার অবন্তীপোরায় সিআরপিএফের ওপর জঙ্গিহামলায় এখনো পর্যন্ত শহিদ হয়েছেন ৪০ জন জওয়ান। তাঁদের মধ্যে রয়েছেন বাংলার ২ শহিদ। ঘটনার পর থেকেই ক্ষোভে ফুটছে গোটা দেশ। 

রক্তে ভেসে যাচ্ছে ঘর, ছিনতাইকারীদের হাতে দিবালোকে খুন গৃহবধূ

গত কাল ঘটনার নিন্দা করে টুইট করেছিলেন জাভেদ আখতার। তিনি লেখেন, 'আমার সঙ্গে CRPF-এর বিশেষ সম্পর্ক রয়েছে। ওদের গোষ্ঠী সংগীত (অ্যানথেম) আমারই লেখা। গানটি লেখার আগে আমি বেশ কয়েকজন সিআরপিএফ আধিকারিকের সঙ্গে দেখা করি। তার পর থেকে আমার তাদের প্রতি সম্মান ও ভালবাসা আরও প্রখর হয়েছে। শহিদদের স্মরণে গভীর শোক প্রকাশ করছি।'

.