EXPLAINED | Iman Chakraborty: 'আমার ভাষাকে ছোট করার অধিকারও কেউ দেয়নি'! হিন্দি ভাষায় গান করা ঘিরে বিস্ফোরক ইমন...

EXPLAINED | Iman Chakraborty: ইমনের সেই ভিডিয়ো নেটপাড়ায় ছড়িয়ে যাওয়ার পর থেকেই কুর্নিশ জানিয়েছেন অনেকেই। এরপরেই সোশ্যাল মিডিয়ায় নিজের বক্তব্য তুলে ধরেন ইমন চক্রবর্তী। 

Updated By: Dec 8, 2024, 02:12 PM IST
EXPLAINED | Iman Chakraborty: 'আমার ভাষাকে ছোট করার অধিকারও কেউ দেয়নি'! হিন্দি ভাষায় গান করা ঘিরে বিস্ফোরক ইমন...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: শুক্রবার রাজারহাটে এলাকায় চলছিল ইমন চক্রবর্তীর জমজমাট কনসার্ট। সেখানেই শ্রোতাদের তরফ থেকে ভেসে এল বাংলা গান ছেড়ে হিন্দি গানের রিকোয়েস্ট। কিন্তু শোনামাত্রই কড়া ভাষায় তার জবাব দিয়েছিলেন গায়িকা। মঞ্চ থেকেই ইমন চক্রবর্তী বলে ছিলেন, 'সাহসের সঙ্গে, জোরের সঙ্গে যদি তুমি বল আমি বাংলা গান শুনবো না। অন্য কোন জায়গা হলে চুলের মুঠি ধরে ক্যাম্পাস থেকে বার করে দিত।'

ইমনের সেই ভিডিয়ো নেটপাড়ায় ছড়িয়ে যাওয়ার পর থেকেই কুর্নিশ জানিয়েছেন অনেকেই। এরপরেই সোশ্যাল মিডিয়ায় নিজের বক্তব্য তুলে ধরেন ইমন চক্রবর্তী। 'গত দু'দিন ধরে TCS-এ শোয়ের ঘটনাতে আমার বলা একটি ঘটনা নিয়ে অনেক আলোচনা হচ্ছে। বহু মানুষ শেয়ার করেছেন দেখছি।' ঘটনার পর থেকে সোশ্যাল মিডিয়ায় অন ছিলেন না বহুদিন। কিন্তু সেই ভিডিয়ো ডাউনলোড করে দেখে তিনি জানান, 'অভিভূত যে আমি হয়তো বহু মানুষেরই মনের কথা বলতে পেরেছি জোর গলায়। আমাদের ইন্ডাস্ট্রির বহু সিনিয়রস্ ও জুনিয়রস্-রা শেয়ার করেছেন‌। ধন্যবাদ আপনাদের।'

আরও পড়ুন: Pragya Nagra: ফাঁস হয়নি গোপন ভিডিয়ো! চলছে প্রযুক্তির অপব্যবহার, বললেন মালয়ালাম সুন্দরী প্রজ্ঞা...

যদিও এখানেও অনেকে কথা বলেছেন ইমন, 'আমি নাকি ভোটে দাঁড়ানোর জন্য বলেছি। আবার অনেকে বলছেন "আপনি যখন হিন্দি গান করেন, তার বেলায়?" অনেকে বলছেন "হিন্দি গান করতে বলাটা দোষের কিছু নয়।" আমি শুধু দু'দিন ধরে সব দেখেই গেছি, এবার কিছু কথা একটু বলি।'

আরও পড়ুন: WATCH | Iman Chakraborty: বাংলা গান চলবে না! 'চুলের মুঠি ধরে', স্টেজেই মেজাজ হারালেন ইমন...

মহান হওয়ার জন্য নয় মাতৃ ভাষার প্রতি ভালোবাসা থেকে বলেছন তিনি কথাটা, 'আমি অতি সাধারণ একজন মানুষ, খেটে খাই। স্টেজে উঠে পারফর্ম করি, বা রেকর্ডিং স্টুডিও-তে গিয়ে গান গাই বা স্টুডিওতে শ্যুট করি। সবটা ঘিরেই গান, ওটাই পারি আমি। তাই ওটাই করি... সঙ্গীত আমার কাছে সব, মানে সব। সব ধরণের গান গাইবার ইচ্ছে আমার বহুদিনের। আমি কোথাও কখনও কাউকে বলিনি যে আমি শুধু বাংলা ভাষায় গান গাইবো। কিন্তু আমাকে আমার এই জায়গা দিয়েছেন আপামর বাংলা ভাষায় কথা বলা  মানুষরা। আমি বাংলা মিডিয়ামে পড়াশোনা করা একটা মেয়ে, বাংলা ভাষায় কথা বলতে পারা একটা মেয়ে। এখানে আমার পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন থাকেন। আমার গোটা পৃথিবী এখানে থাকেন। কোথাও কেউ কোনোভাবে আমার ভাষাকে ছোট করে কথা বললে আমি আবার ওই একই কথা বলব, একইভাবে প্রতিবাদ করব। তাতে কেউ যদি ভাবেন যে আমার স্বার্থ এতে চরিতার্থ হচ্ছে তাহলে সেটা তাদের ভাবনা, আমার না। সব ভাষার সমান গুরুত্ব আছে অবশ্যই। আমার মাকে যেমন খারাপ বলার অধিকার কেউ দেয়নি। ঠিক সেইভাবে আমার ভাষাকে ছোট করার অধিকারও কেউ কাউকে দেয়নি।'

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.