Aishwarya Rai Bachchan: পানামা পেপার্স মামলায় ঐশ্বর্যকে ৭ ঘণ্টার ম্যারাথন জেরা, কী কী প্রশ্নের সম্মুখীন নায়িকা?

ঐশ্বর্যের সঙ্গে এই মামলায় জড়িয়েছে তাঁর পরিবারের নাম। 

Updated By: Dec 20, 2021, 08:03 PM IST
Aishwarya Rai Bachchan: পানামা পেপার্স মামলায় ঐশ্বর্যকে ৭ ঘণ্টার ম্যারাথন জেরা, কী কী প্রশ্নের সম্মুখীন নায়িকা?

নিজস্ব প্রতিবেদন: সোমবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ED) অফিসে তলব করা হয় ঐশ্বর্য রাই বচ্চনকে(Aishwarya Rai Bachchan)। ২০১৭ সালে পানামা পেপার্স মামলায়(Panama Papers Case) নাম জড়ায় বিশ্বসুন্দরীর। ফেমা আইনে তলব করা হয় বচ্চন বধূকে। সোমবার দিল্লির লোকনায়ক ভবনে ইডি-র (ED)অফিসে হাজির হন নায়িকা। দীর্ঘ ৬ ঘণ্টা ম্যারাথন জেরা করা হয় তাঁকে। কী কী প্রশ্নের সম্মুখীন করতে হল নায়িকাকে?

প্রসঙ্গত, পানামা পেপার্স মামলায় ভারতের প্রায় ৫০০ জন ভারতীয়র নাম জড়িয়েছে। তাদের মধ্যে অভিনেতা, ক্রীড়াবিদ, ব্যবসায়ী সমস্ত বিশিষ্টজনের নাম রয়েছে। প্রত্যেকের বিরুদ্ধেই কর ফাঁকির অভিযোগ রয়েছে। এ বিষয়ে ইতিমধ্যেই শুল্ক দফতরের আধিকারিকরা তদন্ত শুরু করেছেন। পানামা পেপার্স ফাঁস মামলায় বচ্চন পরিবারের নামও উঠে এসেছে। ইডি এই মামলায় অর্থ পাচারের মামলাও নথিভুক্ত করেছিল। এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের এইচআইইউ বিষয়টি তদন্ত করছে। প্রসঙ্গত, অভিষেক বচ্চনও মাসখানেক আগে এই মামলায় জড়িত থাকার অভিযোগে জড়িয়েছেন। এক মাস আগে, অভিষেক বচ্চনও ইডি অফিসে পৌঁছেছিলেন। ইডি আধিকারিকদের কাছে কিছু নথিও হস্তান্তর করেছে। ইডি সূত্রের খবর, খুব শীঘ্রই নাকি অমিতাভ বচ্চনকেও এই মামলায় ইডি নোটিস দিতে চলেছে তারা।

২০১৬ সালে, ব্রিটেনের পানামার একটি আইন সংস্থা ১১.৫ কোটি কর ফাঁকি দেওয়ার নথি ফাঁস হয়েছিল। এতে সারা বিশ্বের বড় বড় নেতা, ব্যবসায়ী ও ব্যক্তিত্বদের নাম প্রকাশ করা হয়। ভারতের  প্রায় ৫ শতাধিক জনের নাম এখনও পর্যন্ত গিয়েছে। এতে বচ্চন পরিবারের নামও রয়েছে। এক প্রতিবেদনে বলা হয়েছে, অমিতাভ বচ্চনকে ৪টি কোম্পানির পরিচালক করা হয়েছিল। এর মধ্যে তিনটি ছিল বাহামাসে, আর একটি ছিল ভার্জিন দ্বীপপুঞ্জে। ১৯৯৩-এ এগুলো তৈরি করা হয়। এসব কোম্পানির মূলধন ছিল ৫ হাজার থেকে ৫০ হাজার ডলার, কিন্তু এসব কোম্পানি ওই জাহাজগুলোর ব্যবসা করে আসছে, যার মূল্য ছিল কোটি টাকা। ঐশ্বর্য রাইকে প্রথমে একটি কোম্পানির ডিরেক্টর করা হয়। পরে তাঁকে কোম্পানির শেয়ারহোল্ডার ঘোষণা করা হয়।

আরও পড়ুন: Katrina-Vicky: হাতে হাত রেখে গৃহপ্রবেশ ভিক্যাটের, নতুন ঘরের ছবি শেয়ার ক্যাটরিনার

সূত্রের খবর, এদিন ইডির বেশ কয়েকটি প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে ঐশ্বর্যকে। প্রথমত তাঁকে জিগেস করা হয়, কীভাবে তাঁদের সঙ্গে যোগাযোগ হল নায়িকার? নায়িকার পাশাপাশি তাঁর বাবা মাও এই কোম্পানির সঙ্গে যুক্ত। তাই ঐশ্বর্যকে জিগেস করা হয়, আপনার পরিবার কীভাবে যুক্ত হল এই জালিয়াতির সঙ্গে? ২০০৫ সালের জুন মাসে কেন শেয়ারহোল্ডার হয়েছিলেন ঐশ্বর্য? বিগত ১৫ বছরের বিদেশি পেমেন্টের সমস্ত রেকর্ড এদিন ইডির হাতে তুলে দেন 'বচ্চন বহু'। আগামিদিনে ফের তাঁকে তলব করা হবে কিনা সে বিষয়ে এখনও অবধি কোনও সিদ্ধান্ত জানায়নি ইডি। 

  (Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)  

.