নিজের প্রিন্সেসের জন্মদিনে বিশেষ মুহূর্ত শেয়ার করলেন অক্ষয়
ওয়েব ডেস্ক: শুধু বলিউডেই নয়, সারা দেশের কাছেই যথেষ্ট জনপ্রিয় খিলাড়ি অক্ষয় কুমার। তবে সেই অক্ষয় যাকে চোখে হারান সে কে জানেন? সে হল অক্ষয়ের ছোট্ট কন্যা নিতারা। আর আজ ৫ বছরে পা দিল অক্ষয়ের প্রিন্সেস।
নিতারার জন্মদিনে অক্ষয় তাঁর আদুরে কন্যার একটি বিশেষ ভিডিও তাঁর ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন। এই ভিডিওতে বেশ বোঝা যাচ্ছে যে, নিতারা অক্ষয়ের কতটা আদরের। ছোট্ট নিতারা বাবার এতটাই আদরের যে, অক্ষয় চান না যে নিতারা বড় হোক। তিনি চান নিতারা তাঁর জন্য এরকম ছোট্টটিই থাকুক।
ভিডিওতে দেখা যাচ্ছে, ছোট্ট নিতারা তার বাবার মুখে শেভিং ক্রিম লাগিয়ে দিচ্ছে। ভিডিও শেয়ার করে অক্ষয় লিখেছেন, ''এটা আমার প্রিন্সেসের সঙ্গে কাটানো খুব সুন্দর একটা মুহূর্ত। আমি চাই না ও বড় হোক।''
My fav. part of every day,my daughter shaving me at the sink, precious moments!Happy Birthday My Princess One request,please dont grow up pic.twitter.com/FVwjg5Uu1O
— Akshay Kumar (@akshaykumar) September 25, 2017
মেয়েকে বার্থ ডে উইশ করে টুইট করেছেন টুইঙ্কল খান্নাও।
Our little one turns 5! #birthdaygirl https://t.co/uSivHUkhK5
— Twinkle Khanna (@mrsfunnybones) September 25, 2017
Happy birthday to my best friend,kindest man in the world, a great dad with the best'dancey face'& jeez all that hotness on top of it all pic.twitter.com/uRIe2nEvU0
— Twinkle Khanna (@mrsfunnybones) September 9, 2017
অক্ষয়ের ছোট্ট প্রিন্সেসকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন আমির খান সহ আরও অনেকেই।
— Aamir Khan (@Aamir_khan04) September 25, 2017
Awww she is like akki sir pic.twitter.com/DgOWlJF2oP
— AKSHRITI #2.0 (@iam_aakritistic) September 25, 2017
ছোট্ট নিতারার জন্মদিনে ২৪ ঘণ্টার তরফেও রইল অনেক শুভেচ্ছা।
আরও পড়ুন- আম্বানিদের পার্টিতে চাঁদের হাট