নাগরিকত্ব বিতর্কে পাশে দাঁড়িয়েছেন অনুপম, ধন্যবাদ জানাতে ভুললেন না আক্কি
এবার পাশে দাঁড়ানোর জন্য অভিনেতা বন্ধু অনুপম খেরকে ধন্যবাদ জানালেন অক্ষয়।
নিজস্ব প্রতিবেদন: নাগরিকত্ব বিতর্কে বেশকিছুদিন ধরেই সোশ্যাল মিডিয়ায় আক্রমণের মুখে পড়তে হয়েছে অক্ষয় কুমারকে। ভারতের নাগরিক নন, তিনি কানাডার নাগরিক। এই বিতর্কে অনেকেই অক্ষয়কে খোঁচা দেওয়ার চেষ্টা করেছেন, প্রশ্ন তুলেছেন তাঁর দেশপ্রেম নিয়েও। এসবের মাঝে অক্ষয়ের পাশে দাঁড়িয়েছেন অভিনেতা অনুপম খের। এবার পাশে দাঁড়ানোর জন্য অভিনেতা বন্ধু অনুপম খেরকে ধন্যবাদ জানালেন অক্ষয়।
আরো পড়ুন-চিকিৎসক বাবার তৈরি আশ্রমের 'অতিথি'দের দায়িত্বে ঋতুপর্ণা, পাশে দাঁড়ালেন প্রতীক সেন
গত সপ্তহে অক্ষয়কে সমর্থনকে টুইটারে অনুপম খের লেখেন, '' প্রিয় অক্ষয়, কিছু লোকজন যাঁরা তোমার নাগরিকত্ব, দেশপ্রেম, সততা নিয়ে প্রশ্ন তুলছে, তুমি তাঁদের ব্যাখ্যা দিচ্ছো, সেটা পড়লাম। এসব বন্ধ করো। তোমার আর আমার মতো লোক যাঁরা দেশের হয়ে কথা বলি, তাঁদের দমিয়ে দেওয়াই কিছু লোকজনের লক্ষ্য। তুমি কাজের লোক। তোমার কাউকে সাফাই দেওয়ার কোনও প্রয়োজনই নেই। ''
Dear @akshaykumar! Have been reading about you explaining to certain people about your loyalty to our country. Stop it! Their real profession is to make people like you & me feel defensive for talking in favour of India. You are a doer. You don’t need to explain to anybody.
— Anupam Kher (@AnupamPKher) May 5, 2019
অনুপম খেরের এই টুইটের জবাব দিয়ে শুক্রবারই পাল্টা টুইট করেছেন অক্ষয়। সহ অভিনেতা তথা বন্ধু অনুপম খেরকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। অক্ষয় লিখেছেন, '' অনুপমজী পাশে দাঁড়ানোর জন্য ধন্যবাদ। ধন্যবাদ সহ অভিনেতা শব্দটিকে ছাপিয়ে গিয়ে বন্ধুত্বের হাত বাঁড়ানোর জন্য। ''
Dearest @AnupamPKher ji, duly noted, also thank you for this and thank you for being more of a friend than a colleague. Hugs https://t.co/l88UO8576t
— Akshay Kumar (@akshaykumar) May 10, 2019
প্রসঙ্গত, লোকসভা নির্বাচনে অক্ষয়কে ভোট দিতে না যেতে দেখে তাঁর নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তুলে কটাক্ষ করতে ছাড়েননি নিন্দুকেরা। এই আক্রমণের জবাবে সোশ্যাল মিডিয়ায় ব্যাখা দেন অক্ষয়। জানান, তিনি কানাডার নাগরিক, একথা তিনি কখনওই লুকোননি। তবে এটাও ঠিক তিনি তাঁর দেশকে ভালোবাসেন, দেশের জন্যই কাজ করেন, আবার দেশের উন্নতিতে মোটা অঙ্কের টাকা করও দেন। তাই অহেতুক বিতর্ক তৈরি করা হচ্ছে।
আরও পড়ুন-ভারত নাকি কানাডা কোন দেশের নাগরিক? মুখ খুললেন অক্ষয়