জন্মদিনে রণবীরের জন্য পছন্দের কেক বানালেন আলিয়া

 সেই সমস্ত ছবি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রকাশ্যে এসেছে।

Updated By: Sep 29, 2019, 01:29 PM IST
জন্মদিনে রণবীরের জন্য পছন্দের কেক বানালেন আলিয়া

নিজস্ব প্রতিবেদন: ২৮ সেপ্টেম্বর শনিবার ছিল রণবীর কাপুরের জন্মদিন। আর জন্মদিন উপলক্ষে রণবীরের বাড়িতে সারপ্রাইজ পার্টির আয়োজন করেন নীতু কাপুর ও আলিয়া ভাট। আমন্ত্রিত ছিলেন বি-টাউনের অনেকেই। জমিয়ে চলে সেলিব্রেশন। সেই সমস্ত ছবি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রকাশ্যে এসেছে।

এখানেই শেষ নয়, রণবীরের জন্মদিন উপলক্ষে তাঁর পছন্দের কেকটাও নিজের হাতেই বানিয়ে ফেলেন আলিয়া। কলা ও চকোলেট দিয়ে তৈরি হয় এই বিশেষ সুগার ফ্রি কেক। আলিয়ার নিজের হাতে কেক বানানোর সময় বিশেষ ভিডিয়ো সোশ্য়াল মিডিয়ার মাধ্যমে প্রকাশ্যে এসেছে।

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 

 

এদিকে এই ভিডিয়ো দেখে নেটিজেনদের অনেকেই আলিয়াকে 'পারফেক্ট গার্লফ্রেন্ড' -এর তকমা দিয়েছেন। এদিকে আলিয়া-রণবীরের ভক্তরা আপাতত তাঁদের প্রথম ছবি 'ব্রহ্মাস্ত্র'র মুক্তির অপেক্ষায় রয়েছেন।

.