close

News WrapGet Handpicked Stories from our editors directly to your mailbox

রণবীরের সঙ্গে একান্তে ২৬তম জন্মদিন সেলিব্রেট করবেন আলিয়া!

 জন্মদিনটা সমস্ত কাজ থেকে ছুটি নিয়েছেন আলিয়া। 

Updated: Mar 14, 2019, 04:04 PM IST
রণবীরের সঙ্গে একান্তে ২৬তম জন্মদিন সেলিব্রেট করবেন আলিয়া!

নিজস্ব প্রতিবেদন: ১৫ মার্চ নিজের ২৬তম জন্মদিন সেলিব্রেট করতে চলেছেন আলিয়া ভাট। এই জন্মদিনটা যে ভাট কন্যার কাছে ভীষণই স্পেশাল তা বলাই বাহুল্য। এই জন্মদিনটা সমস্ত কাজ থেকে ছুটি নিয়েছেন আলিয়া। 

তবে আলিয়ার এই জন্মদিনটা স্পেশাল করে তুলতে সমস্ত পরিকল্পনা করেছেন রণবীর। সকলের সঙ্গে নয়, জন্মদিনটা একান্তে শুধুমাত্র রণবীরের সঙ্গেই নাকি কাটাতে চলেছেন আলিয়া। 

আরও পড়ুন-মালাইকার সঙ্গে বিচ্ছেদের পর আরবাজ এখন 'খোলা ষাড়', আক্রমণের জবাব অভিনেতার

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 

 

তবে রণবীর-আলিয়া জন্মদিনটা ঠিক কীভাবে কাটাতে চলেছেন সেই পরিকল্পনার কথা আপাতত গোপনই রেখেছেন রণবীর-আলিয়া দুজনেই। এদিনে তাঁদের আগামী ছবি 'ব্রহ্মাস্ত্র' পোস্টার ইতিমধ্যেই সামনে এসেছেন। সকলেই এই জুটিকে প্রথমবার পর্দায় দেখার অপেক্ষায় রয়েছেন।

আরও পড়ুন-তৈমুরের ন্যানির বেতন নিয়ে মুখ খুললেন করিনা

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 

 

প্রসঙ্গত, খুব শীঘ্রই আলিয়া-রণবীরের বিয়ের খবরও শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে এমাসের শেষেই নাকি আমেরিকা থেকে দেশে ফিরছেন রণবীরের বাবা ঋষি কাপুর। তিনি এলেই ভাট ও কাপুর পরিবার একসঙ্গে বসে পুরোহিত মশাইয়ের সঙ্গে আলোচনা করে 'রালিয়া' জুটির বিয়ের দিন ঠিক করবেন।

আরও পড়ুন-বাপ-ঠাকুরদার ভিটে ঘুরে দেখল তৈমুর, ভাইরাল ভিডিও