অ্যামাজনের ভারত অভিযান, ৫ ভাষায় মুক্তি ৫ জানুয়ারি
বড়দিনে কোটি টাকার বক্স অফিস কালেকশন দিয়ে তাক লাগিয়ে দিয়েছিলে এসভিএফ-এর এই ছবি। এবার সেই ছবিই সারা ভারতে মুক্তি পেতে চলেছে আরও ৫ ভাষায়। হিন্দি, তামিল, তেলেগু, ওড়িয়া এবং অহমিয়া ভাষায় মুক্তি পাবে অ্যামাজন অভিযান।
ওয়েব ডেস্ক: স্বপ্নের দৌড়ের মধ্যেই যেন লক্ষ্য আরও বাড়িয়ে নিল বাংলা সিনেমা। টলিউড ইন্ডাস্ট্রির চিরাচরিত গণ্ডি ভেঙে এবার সারা ভারত দাপাতে চলেছে অ্যামাজন অভিযান। আগামী ৫ জানুয়ারি আরও ৫ ভাষায় মুক্তি পেতে চলেছে কমলেশ্বর মুখোপাধ্যায় পরিচালিত অ্যামাজন অভিযান।
আরও পড়ুন- অ্যামাজন অভিযান ভাঙল সর্বকালের রেকর্ড
This 5th January, India will explore Amazonia with Shankar. #AmazonObhijaan releasing nationally this Friday, in 5 more languages. #AmazonIndiaObhijaan pic.twitter.com/fSDRHoOSH0
— SVF (@SVFsocial) January 2, 2018
This 5th January, the Biggest Bengali film gets bigger as it goes national, that too in 5 more languages- Hindi, Tamil, Telugu, Odia and Assamese. #AmazonIndiaObhijaan #AmazonAdventure pic.twitter.com/YaD7AAlrrH
— SVF (@SVFsocial) January 3, 2018
বাংলায় এই ছবি রিলিজ করেছিল ২০১৭ সালের শেষ সপ্তাহে। বড়দিনে কোটি টাকার বক্স অফিস কালেকশন দিয়ে তাক লাগিয়ে দিয়েছিলে এসভিএফ-এর এই ছবি। এবার সেই ছবিই সারা ভারতে মুক্তি পেতে চলেছে আরও ৫ ভাষায়। হিন্দি, তামিল, তেলেগু, ওড়িয়া এবং অহমিয়া ভাষায় মুক্তি পাবে অ্যামাজন অভিযান।
আরও পড়ুন- ঐশ্বর্য আমার 'মা', দাবি ২৯ বছরের এই যুবকের
বাংলার সিনেপ্রেমীরা চাঁদের পাহাড় ছবির 'সিক্যুয়েল' অ্যামাজন অভিযানকে দু'হাত তুলে আশীর্বাদ করেছে। এবার সারা ভারতে এই ছবির সাফল্য আশা করেছেন ছবির সঙ্গে যুক্ত সকলে।