আমিরের চোখে কন্যাশ্রী
আমির খান এমনিতেই টাস্ক মাস্টার। বলিউডের সকলেই কম বেশি আমিরের খুঁতখুঁতে স্বভাবে অভ্যস্ত। তাই তো তিনি মিস্টার পারফেকশনিস্ট। কিন্তু কে জানত আমিরের এই রিয়েল লাইফ স্বভাবই আঁকা হবে বড়পর্দায়! দঙ্গল ছবির প্রকাশিত গানের লিরিক "সেহত কে লিয়ে বাপু তু হানিকারক হ্যায়'। এ যেন আমিরেরই জীবনের কথা।
ওয়েব ডেস্ক: আমির খান এমনিতেই টাস্ক মাস্টার। বলিউডের সকলেই কম বেশি আমিরের খুঁতখুঁতে স্বভাবে অভ্যস্ত। তাই তো তিনি মিস্টার পারফেকশনিস্ট। কিন্তু কে জানত আমিরের এই রিয়েল লাইফ স্বভাবই আঁকা হবে বড়পর্দায়! দঙ্গল ছবির প্রকাশিত গানের লিরিক "সেহত কে লিয়ে বাপু তু হানিকারক হ্যায়'। এ যেন আমিরেরই জীবনের কথা।
আর আমিরকে সমর্থন করলেন তাঁর অনস্ক্রিন কন্যা। মহাবীর ফোগতের জীবনের সবথেকে বড় সাফল্য লুকিয়ে আছে, তাঁর মেয়েদের কুস্তিগীর গড়ে তোলায়। আমিরের মতে, মেয়েদের ছোট থেকেই স্বপ্ন দেখিয়েই বড় করা উচিত্।
আরও পড়ুন- কিংবদন্তী সঙ্গীত শিল্পী লিওনার্ড কোহেনের জীবনাবসান
এবারই দেশের দুই কন্যা অলিম্পিকে পদক পেয়েছেন। আর একজন ফিরে এসেছেন পদকের দোরগোড়া থেকে। দঙ্গল-এর বিষয় ভারতীয় সমাজকে নতুন করে ভাবাবেই, আশা আমিরের। দঙ্গল মুক্তি পাবে ২৩ ডিসেম্বর।