Jagga Jasoos থেকে কেন মুছে ফেলা হয়েছিল Govinda-র দৃশ্য? মুখ খুললেন Anurag Basu
এতদিন চুপ থাকার পর অবশেষে এনিয়ে মুখ খুললেন পরিচালক অনুরাগ বসু (Anurag Basu)।
নিজস্ব প্রতিবেদন : 'জগ্গা জাসুস' (Jagga Jasoos) ছবিতে গোবিন্দাকে নেওয়ার পরেও বাদ দিয়ে দেওয়া হয়েছিল দৃশ্যটি। ২০১৭তে ছবি মুক্তির সময়ই এনিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন গোবিন্দা (Govinda)। কিন্তু কেন বাদ দেওয়া হয়েছিল তাঁকে? এতদিন চুপ থাকার পর অবশেষে এনিয়ে মুখ খুললেন পরিচালক অনুরাগ বসু (Anurag Basu)।
সম্প্রতি এক সাক্ষাৎকারে অনুরাগ বসু (Anurag Basu) বলেন, ''ছবির শ্যুটিংয়ে ইতিমধ্যেই দেরি হয়ে গিয়েছিল। তারপর গোবিন্দাজি (Govinda)। আসবেন, নাকি আসবেন না, তা নিয়ে সংশয় তৈরি হয়েছিল। আমি আর চাপ নিতে পারছিলাম না। তার উপর আমরা দক্ষিণ আফ্রিকায় 'জগ্গা জাসুস' (Jagga Jasoos)-এর শ্যুট করছিলাম। তাই কিছুটা বাধ্য হয়েই অনিশ্চয়তার মধ্যে গোবিন্দার দৃশ্যটি বাদ দিয়ে দি।''
আরও পড়ুন-Christmas 2020 : হবু বর Ranbir Kapoor ও শাশুড়ি, ননদদের নিয়ে জমিয়ে পার্টি Alia Bhatt-র
তাঁর দৃশ্য বাদ দেওয়া প্রসঙ্গে ২০১৭তেই ক্ষোভ উগরে দিয়েছিলেন গোবিন্দা (Govinda)। তিনি সেসময় সাক্ষাৎকারে বলেছিলেন, ''আমি একজন অভিনেতা হিসাবে আমার কাজ করেছি, পরিচালক সেটা রাখবেন কিনা তাঁর বিষয়। আমি অসুস্থ ছিলাম, তারপরেও দক্ষিণ আফ্রিকা যাই, কাজ করি। আমি ছবিতে সই করার জন্য অগ্রিম টাকাও চাই নি। আলাদা করে কোনও চুক্তিও করিনি। শুধুমাত্র কাপুর পরিবারের সম্মানের জন্যই কাজ করেছিলাম। শুধুমাত্র রণবীর আমার সিনিয়ারের ছেলে তাই কাজ করেছি।''
1/5 I gave full respect to Kapoor family i did the film because he is my seniors son I was told I will get the script.
— Govinda (@govindaahuja21) July 7, 2017
'জগ্গা জাসুস' (Jagga Jasoos) ছবির প্রযোজক ছিলেন রণবীর কাপুর (Ranbir Kapoor)। তিনি এবিষয়ে বলেছিলেন, ''দুর্ভাগ্যক্রমে পুরো ট্র্যাকটি কেটে ফেলা হয়েছে; এটা সম্পূর্ণ আমার আর বসুর দোষ। আমরা চিত্রনাট্য ছাড়াই ফিল্মটি শুরু করেছিলাম। যেকারণে চরিত্রটিই পুরোপুরি বদলে গিয়েছিল এবং ফিল্মটি এত দিন সময় নিয়েছে।''
আরও পড়ুন-Christmas 2020 : ছোট্ট যুবানকে নিয়ে সেলিব্রেশন Raj Chakraborty-Subhashree Ganguly-র
রণবীর (Ranbir Kapoor) আরও বলেন, ''গোবিন্দা দুর্দান্ত অভিনেতা। ওনার চরিত্রটির প্রতি ন্যায়বিচার না করা অত্যন্ত দায়িত্বজ্ঞানহীনের মত কাজ হয়েছে এবং অন্যায়ও হয়েছে। আমরা ক্ষমাপ্রার্থী। তবে ছবির প্রয়োজনেই আমাদের সেই ট্র্যাকটি কাটাতে হয়েছিল। "