মেয়েকে ধর্ষণের হুমকি, মোদীর দ্বারস্থ অনুরাগ কাশ্যপ

টুইট ঘিরে অনুরাগ কশ্যপের সঙ্গে বাকযুদ্ধে জড়ালেন অশোক পণ্ডিত...

Updated By: May 24, 2019, 06:00 PM IST
মেয়েকে ধর্ষণের হুমকি, মোদীর দ্বারস্থ অনুরাগ কাশ্যপ

নিজস্ব প্রতিবেদন: লোকসভা নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়েছে বিজেপি। এই জয়ের জন্য সারা দেশ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে শুভেচ্ছা জানাচ্ছে। শুধু দেশ কেন, শুভেচ্ছা বার্তা আসছে দেশের বাইরে থেকেও। শুভেচ্ছা জানাতে ভোলেননি বি-টাউনের তারকারাও।

নরেন্দ্র মোদীকে জয়ের শুভেচ্ছা জানিয়েছেন পরিচালক অনুরাগ কাশ্যপ। তবে শুভেচ্ছা জানানোর সঙ্গে  প্রধানমন্ত্রীর কাছে তাঁর অভিযোগ, প্রধানমন্ত্রীর কোনও এক অনুরাগী তাঁর মেয়েকে ধর্ষণের হুমকি দিচ্ছে। তাঁদের সঙ্গে কী করা উচিত? প্রধানমন্ত্রীকে প্রশ্ন করেছেন অনুরাগ। সঙ্গে তাঁর মেয়ে ধর্ষণে হুমকি দেওয়া সেই টুইটটে প্রধানমন্ত্রীকে ট্যাগও করেছেন পরিচালক। যেখানে দেখা যাচ্ছে, 'চৌকিদার রামসংঘী' বলে কোনও এক টুইটার হ্যান্ডেল থেকে অনুরাগের মেয়ে আলিয়ার উদ্দেশ্যে লেখা হয়েছে। ''বাবাকে বলো মুখ বন্ধ রাখতে, না হলে...''

আরও পড়ুন-দুর্গেশগড়ের গুপ্তধন নিয়ে কথা বললেন আবির ও ঈশা

যদিও এক্ষেত্রে সিনেমার নির্দেশক অশোক পণ্ডিত পাল্টা টুইট করে লিখেছেন, '' এই টুইটার হ্যান্ডেলটি (চৌকিদার রামসংঘী) ফটোশপ করে তৈরি বলেই মনে হয়। সারা দেশ যখন মোদীর জয়ে খুশি তখন কোনও এক আরবান নকশাল এই টুইটটি ফটোশপ করে বানিয়েছেন বলেই মনে হয়।''

আরও পড়ুন-লোকসভা নির্বাচনে বিপুল ভোটে জয়, মোদীকে শুভেচ্ছা তারকাদের

তবে অশোক পণ্ডিতের এধরনের টুইটে বিরক্ত অনুরাগ পাল্টা লেখেন, ''এই কমেন্টটা ইনস্টাগ্রামে করা হয়েছে টুইটারে নয়। আমার মেয়েকে ধর্ষণের হুমকি দেওয়া হচ্ছে। ''

সিনেমার নির্দেশক অশোক পণ্ডিত আরও একটি টুইটে লিখেছেন, ''আমার মনে হয় এধরনের কাজ শুধু কমেন্ড না করেও সামলানো সম্ভব। একই ঘটনা আমার মেয়ের সঙ্গেও ঘটেছিল। আমি এনিয়ে পুলিসের কাছে অভিযোগ করেছি। এধরনের ঘৃণ্য কাজের জন্য প্রধানমন্ত্রীর দ্বারস্থ না হয়ে পুলিসের দ্বারস্থ হওয়াটাই বেশি প্রয়োজন। কারণ, আমার কাছে আমার মেয়ের সম্মান, সুরক্ষার থেকে আমার রাজনীতি বড় নয়। ''

এদিকে অনুরাগের পাল্টা উত্তরে বেজায় চটে যান অশোক পণ্ডিত। তিনি অনুরাগ কাশ্যপকে পাল্টা লেখেন, ''ভাষা প্রয়োগের আগে সতর্ক থাকুন। আমার দ্বিতীয় টুইটটি দেখুন। এধরনের ঘটনায় প্রধানমন্ত্রী দ্বারস্থা না হয়ে পুলিসের কাছে যান, তারপর প্রধানমন্ত্রীকে জানাবেন। ''

আরও পড়ুন-বিদেশে ছুটি কাটাতে গিয়ে টালিগঞ্জের এই নায়কের সঙ্গেই উষ্ণ স্নান কৌশানির

এদিকে শুধু টুইটারেও নয়, ব্যক্তিগতভাবেও অনুরাগ কাশ্যপ তাঁকে মেসেজ পাঠানোয় বিরক্ত হয়ে মেসেজের স্ক্রিনশট নিয়ে টুইট করেন অশোক পণ্ডিত। অনুরাগকে আক্রমণ করে তিনি লেখেন, '' তুমি হয়ত ভোটের ফলে হতাশ, মত্ত অবস্থায় আমাকে মেসেজ করছো, ভুল ব্যক্তিকে টুইটারে ট্যাগ করছো। তোমার টুইটটি মুম্বই পুলিস ও মুম্বই পুলিসের সিপিকে ট্যাগ করা দরকার ছিল। ''

 নিজের টুইটার হ্যান্ডেলে অনুরাগ নিজেই লিখেছেন, তিনি ডানপন্থী, বামপন্থী বা মাঝামাঝি কিছুই নন। অনুরাগ লিখেছেন।  ''Neither Left nor Right or Centre . I am Diagonal''  

প্রসঙ্গত, এর আগে অন্যান্য কোনও তারকার মতোই অনুরাগ কাশ্যপে কখনওই সরকারের সমালোচনা করে টুইট করতে অবশ্য দেখা যায়নি। এমনকি লোকসভা নির্বাচনের আগে 'ভোট ফর মোদী'  বলে একটি টুইটও শেয়ার করতে দেখা যায় অনুরাগকে, যেটা কিনা হোয়াটসঅ্যাপ মেসেজে তিনি পেয়েছিলেন বলে জানিয়েছিলেন অনুরাগ। তবে সেটা এক্কেবারেই নিজস্ব মতামত বলেও ব্যাখা দিয়েছিলেন অনুরাগ। 

আরও পড়ুন-টুইটারে ফের 'আপত্তিকর' আক্রমণ ঐশ্বর্য কন্যা আরাধ্যাকে

.