প্রয়াত টেলিপর্দার 'রামায়ণ'-র 'রাবণ' Arvind Trivedi, শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর

 রাবণের ভূমিকায় অভিনয় করেছিলেন কিংবদন্তি অভিনেতা অরবিন্দ ত্রিবেদী। মঙ্গলবার রাতে ৮২ বছর বয়সে মৃত্যু হয় তাঁর। 

Edited By: রণিতা গোস্বামী | Updated By: Oct 6, 2021, 01:23 PM IST
প্রয়াত টেলিপর্দার 'রামায়ণ'-র 'রাবণ' Arvind Trivedi, শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদন : মহালয়ার ঠিক আগের দিন রাতে চিরবিদায় নিলেন রামায়ণের 'রাবণ', অভিনেতা অরবিন্দ ত্রিবেদী (Arvind Trivedi)। একসময় টেলিভিশনের পর্দায় দর্শকদের মনে বিশেষ জায়গা করে নিয়েছিল রামানন্দ সাগরের (Ramanand Sagar)-এর রামায়ণ। সেই ধারাবাহিকেই রাবণের ভূমিকায় অভিনয় করেছিলেন কিংবদন্তি অভিনেতা অরবিন্দ ত্রিবেদী (Arvind Trivedi)। মঙ্গলবার রাতে ৮২ বছর বয়সে মৃত্যু হয় তাঁর। 

জানা যাচ্ছে, বেশকিছুদিন ধরেই অসুস্থ ছিলেন অভিনেতা তথা প্রাক্তন বিজেপি সাংসদ (BJP MP) অরবিন্দ ত্রিবেদী (Arvind Trivedi)। গতকাল (মঙ্গলবার) রাতে হৃদরোগে আক্রান্ত হন তিনি। এরপর অঙ্গপ্রত্যঙ্গ বিকল হয়ে তাঁর মৃত্যু হয়। আজ বুধবার মুম্বইতে সম্পন্ন হবে অভিনেতার শেষকৃত্য। অরবিন্দ ত্রিবেদীর মৃত্য়ুতে শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Modi)।

১৯৩৮ সালের ৮ নভেম্বর মধ্যপ্রদেশের উজ্জয়িনী শহরে জন্ম গ্রহণ করেন অরবিন্দ ত্রিবেদী (Arvind Trivedi)। গুজরাটি থিয়েটার দিয়ে তাঁর অভিনয় জীবনের শুরু। ৪০ বছরেরও বেশি সময় ধরে অভিনয় জগতের সঙ্গে জড়িত ছিলেন। টেলিভিশনের বহু ধারাবাহিকে অভিনয় করেছেন। হিন্দি ও গুজরাটি মিলিয়ে প্রায় ৩০০টি ছবিতে অভিনয় করেছেন।  রামানন্দ সাগরের (Ramanand Sagar)-এর রামায়ণে রাবণের ভূমিকায় অভিনয় করার পর থেকেই ঘরে ঘরে তাঁর নাম ছড়িয়ে পড়ে। 'বিক্রম অউর বেতাল'-এও গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছিলেন। অভিনয় দুনিয়ার পাশাপাশি রাজনীতিতে যোগ দিয়ে ১৯৯১ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত বিজেপি সাংসদ ছিলেন তিনি। 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.