বাবরি রায়ে বেকসুর খালাস ৩২, ব্যঙ্গাত্মক টুইটে সরব স্বরা থেকে গওহর-রা
বাবরি ধ্বংস মামলায় বুধবার ৩২ জনকেই বেকসুর খালাস করা হয়। ২৮ বছর পর অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগ খারিজ করে আদালত।
নিজস্ব প্রতিবেদন: বাবরি ধ্বংস মামলায় বুধবার ৩২ জনকেই বেকসুর খালাস করা হয়। ২৮ বছর পর অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগ খারিজ করে আদালত।
আদালতের তরফে জানানো হয়, বাবরি ধ্বংসের ঘটনা পূর্বপরিকল্পিত নয়। এটি আচমকা একটি ঘটনা। অভিযুক্ত নেতারা ওই সময় জনতার একছত্র জমায়েতকে অর্থাত ভিড়কে থামানোরই চেষ্টা করেছিলেন। ফলে বাবরি ধ্বংসের মামলায় আডবাণী, ঊমা ভারতী, মুরলী মনোহর জোশী, কল্যাণ সিং, বিনয় কাটিয়ার, নৃত্যগোপাল দাস, চম্পত রাই, সাধ্বী ঋতম্ভরা, সাক্ষী মহারাজদের বেকসুর খালাস ঘোষণা করে দেওয়া হয়। বাবরি রায়ে অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগ খারিজ করে ৩২ জনকে বেকসুর খালাস ঘোষণার পর সমাজের বিভিন্ন অংশের পাশাপাশি বলিউড সেলেবরাও মত প্রকাশ শুরু করেন।
#supremecourt bas tum hi ho , ab tum hi ho , zindagi ab tum hi ho ... ! #respect https://t.co/MXKxTWkT5V
— Gauahar Khan (@GAUAHAR_KHAN) September 30, 2020
बाबरी मस्जिद ख़ुद ही गिर गया था।
— Swara Bhasker (@ReallySwara) September 30, 2020
The Babri Masjid Demolition was an 'Act of God'. https://t.co/t3oCWeueyg
— Hansal Mehta (@mehtahansal) September 30, 2020
Congratulations Mr Lal Krishna Advani you are now acquitted of the charges of single handedly drawing a bloody line across the soul of this country. May God give you a very long life.
— Anubhav Sinha (@anubhavsinha) September 30, 2020
অনুভব সিনহা থেকে হনসল মেহতা, স্বরা ভাস্কর, গওহর খান প্রত্যেকেই বাবরি ধ্বংস মামলার রায়দানের পর নিজেদের মত প্রকাশ করতে শুরু করেন। কেউ আডবাণীকে শুভেচ্ছা জানান আবার কেউ বলতে শুরু করেন, বাবরি আচমকাই ভেঙে পড়েছিল। কেউ আবার বলতে শুরু করেন, ভূমিকম্পের জেরে ভেঙে পড়েছিল বাবরি মসজিদ। সবকিছু মিলিয়ে বাবরি ধ্বংসের রায়ে ৩২ জনকে বেকসুর খালাস ঘোষণা করায় সেলেবদের একাংশ জোরদার কটাক্ষ করতে শুরু করেন।