সপরিবারে এলেন, বাংলায় বললেন, কথা রাখলেন অমিতাভ

Updated By: Nov 10, 2014, 11:31 PM IST
সপরিবারে এলেন, বাংলায় বললেন, কথা রাখলেন অমিতাভ

শুরু হয়ে গেল আন্তর্জাতিক কলকাতা চলচ্চিত্র উত্সব। প্রদীপ জ্বালিয়ে উত্সবের আনুষ্ঠানিক সূচনা করলেন অমিতাভ বচ্চন। শাহরুখ থেকে অভিষেক, জয়া-তনুজা থেকে ঐশ্বর্য, চলচ্চিত্র উত্সবের উদ্বোধন ঘিরে নেতাজি ইন্ডোরে বসেছিল চাঁদের হাট। তবে, সিগনেচার স্টাইলে কলকাতার মন ছুঁয়ে গেলেন অমিতাভই। গতবারই কথা দিয়েছিলেন চলচ্চিত্র উত্‍সবের উদ্বোধনে সপরিবারে আসবেন, বাংলায় বলবেন। কথা রাখলেন।

রশিদ খান, তেজেন্দ্রনারায়ন, বিক্রম ঘোষের যুগলবন্দি, উষা উত্থুপের মনকাড়া পারফরম্যান্স। শুরুটাই বেধেঁ দিল উত্‍সবের সুর। উদ্বোধনের প্রদীপটা জ্বালালেন বিগ বি। স্টেজে তখন নক্ষত্র সমাবেশ। শাখরুখ খান, ঐশ্বর্য রাই, অভিষেক বচ্চন,ইরফান খান, অমল পালেকর, মৌসুমী চ্যাটার্জি, জয়া বচ্চন, তনুজা থেকে মাধবী চট্টোপাধ্যায়,মুনমুন সেন,প্রসেনজিত্ ,সন্দীপ রায় কে নেই সেই তালিকায়। আর সারাক্ষণ এক্কেবারে অভিভাবকের ভূমিকায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

নক্ষত্র সমাবেশের মধ্যেও সকলের মন ছুঁয়ে গেলেন বিগ বি। নিজস্ব স্টাইলে বুঝিয়ে দিলেন আজও তিনিই শাহেনশাহ। নেতাজি ইন্ডোরে উপস্থিত সকলের চোখেই তখন জল।

 

 

.