প্রথম ভারতীয় আঞ্চলিক ছবি হিসেবে ৫০০ কোটির ব্যবসা বাহুবলির

এতদিন পর্যন্ত বিশ্বের বাজারে কোনও ভারতীয় ছবির ব্যবসা ৫০০ কোটির অঙ্ক ছাড়ালে বলা দেওয়া যেত তা অবশ্যাই বলিউডি ছবি। সেই মনোপলি এবার ভাঙল কোনও আঞ্চলিক। অবলিউডি ছবি হিসেবে সারা বিশ্বে ৫০০ কোটির ব্যবসার অঙ্ক ছুঁল বাহুবলি।

Updated By: Aug 3, 2015, 12:41 PM IST
প্রথম ভারতীয় আঞ্চলিক ছবি হিসেবে ৫০০ কোটির ব্যবসা বাহুবলির

ওয়েব ডেস্ক: এতদিন পর্যন্ত বিশ্বের বাজারে কোনও ভারতীয় ছবির ব্যবসা ৫০০ কোটির অঙ্ক ছাড়ালে বলা দেওয়া যেত তা অবশ্যাই বলিউডি ছবি। সেই মনোপলি এবার ভাঙল কোনও আঞ্চলিক। অবলিউডি ছবি হিসেবে সারা বিশ্বে ৫০০ কোটির ব্যবসার অঙ্ক ছুঁল বাহুবলি।

ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ টুইটে জানিয়েছে ছবির হিন্দি ভার্সনও ছাড়িয়ে গিয়েছে ১০০ কোটির ব্যবসা। প্রভাস, রানা ডগ্গুবাতি অভিনীত ছবি ৩ সপ্তাহ পরও ভারতীয় স্ক্রিনে হাউজফুল। এর মধ্যেই ছবির দ্বিতীয় ভাগের কাজ শুরু করে দিয়েছেন প্রযোজক, পরিচালকরা। এই বছরের শেষের দিকেই আসতে চলেছে দ্বিতীয় ভাগ।

পোস্টার রিলিজ থেকেই চর্চায় বাহুবলি। তবে ছবির আকাশছোঁয়া সাফল্যের পরও পড়তে হয়েছে বিতর্কের মুখে।

 

.