অস্কারের দৌড় থেকে ছিটকে গেল বরফি
অস্কার জয়ের স্বপ্ন শেষ হয়ে গেল বলিউডের সিনেমা `বরফি`র। অস্কারে সেরা ‘বিদেশি ভাষার ছবি’ বিভাগে বরফির নাম পাঠানো হয়েছিল। কিন্তু আজ শনিবার অস্কার পুরস্কারের বাছাইপর্বে বাদ পড়ল অনুরাগ বসু পরিচালিত সিনেমা বরফি। রণবীর কাপুর-প্রিয়ঙ্কা চোপড়া অভিনীত এই ছবিই ‘বিদেশি ভাষার ছবি’ বিভাগে অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসে এবারের ভারতীয় এন্ট্রি ছিল৷ ফিল্ম ফেডারেশন অফ ইন্ডিয়া ভারতীয় ছবি হিসাবে অস্কারে ‘বরফি’-কে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছিল৷
অস্কার জয়ের স্বপ্ন শেষ হয়ে গেল বলিউডের সিনেমা `বরফি`র। অস্কারে সেরা ‘বিদেশি ভাষার ছবি’ বিভাগে বরফির নাম পাঠানো হয়েছিল। কিন্তু আজ শনিবার অস্কার পুরস্কারের বাছাইপর্বে বাদ পড়ল অনুরাগ বসু পরিচালিত সিনেমা বরফি। রণবীর কাপুর-প্রিয়ঙ্কা চোপড়া অভিনীত এই ছবিই ‘বিদেশি ভাষার ছবি’ বিভাগে অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসে এবারের ভারতীয় এন্ট্রি ছিল৷ ফিল্ম ফেডারেশন অফ ইন্ডিয়া ভারতীয় ছবি হিসাবে অস্কারে ‘বরফি’-কে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছিল৷
অস্কারে প্রাথমিক মনোনয়নের পর দৌড় থেকে ছিটকে যাওয়াটা দেখে অবশ্য অভ্যস্থ বলিউড। ১৯৫৭ সালে মেহেবুব খানের `মাদার ইন্ডিয়া` সিনেমাকে প্রথম ভারতীয় সিনেমা হিসাবে অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের জন্য পাঠানো হয়। এরপর `গাইড` থেকে `পরিন্দে`, `ব্যান্ডিট কুইন` থেকে `লগান` সব ভারতীয় সিনেমাই খালি হাতে ফেরে অস্কার থেকে। এবার অস্কারে বিদেশি ভাষার ছবিতে `বরফি`কে পাঠানো নিয়ে বিতর্ক কম হয়নি। `বরফি`র বিভিন্ন অংশ বিভিন্ন বিদেশি সিনেমা থেকে `চুরি` করা এমন অভিযোগও ওঠে। অবশ্য দেশের সিনেমা মহলে বেশ প্রশংসা কোড়ায় একটি মুক ও বধির ছেলের সঙ্গে একটি অটিজমে আক্রান্ত মেয়ের বন্ধুত্ব, প্রেম কাহিনি।
চলতি বছরের ১৪ সেপ্টেম্বর মুক্তি পাওয়া রণবীর-প্রিয়ঙ্কা অভিনীত এই ছবি ১৯৭০-এর দার্জিলিং-এর প্রেক্ষাপটে তৈরি৷ অনুরাগ বসুর পরিচালিত ইউটিভি মোশন পিকচার্স প্রযোজিত এই ছবিতে দেখা গিয়েছে দক্ষিণী অভিনেত্রী ইলিয়েনা ডি’ক্রুজকেও৷ প্রাথমিক পর্বে নির্বাচিত ১৭ টি ভারতীয় ছবিকে পিছনে ফেলে অস্কারে যাওয়ার মনোনয়ন পায় ‘বরফি’৷