দাবি মানা না হলে ৫০০০ জন অনশনে বসবে, হুঁশিয়ারি বঙ্গীয় চলচ্চিত্র সংস্কৃতির সংঘের

"নবান্ন থেকে বলা হয়েছে, টেকনেশিয়ানদের কোনও টাকা দেওয়া হবে না। টেকনেশিয়ানরা কোথায় যাবেন?"

Reported By: শ্রাবন্তী সাহা | Updated By: Jun 10, 2020, 05:02 PM IST
দাবি মানা না হলে ৫০০০ জন অনশনে বসবে, হুঁশিয়ারি বঙ্গীয় চলচ্চিত্র সংস্কৃতির সংঘের

নিজস্ব প্রতিবেদন : বিমার কাগজ হাতে চাই। যতদিন না বিমার কাগজ হাতে আসছে, ততদিন চ্যানেলকে দায়িত্ব নিতে হবে। দাবি করল বঙ্গীয় চলচ্চিত্র সংস্কৃতি সংঘ। একইসঙ্গে তাদের স্পষ্ট হুঁশিয়ারি, দাবি না মানা হলে ৫০০০ জন অনশনে বসবে। এদিন সাংবাদিক বৈঠকে একথা জানান বঙ্গীয় চলচ্চিত্র সংস্কৃতি সংঘের দক্ষিণ কলকাতা সভাপতি এন মোহন রাও ও সাধারণ সম্পাদক মিলন ভৌমিক।

এদিন সাংবাদিক বৈঠকে বেশ কয়েকটি বিষয়ে তোপ দাগে বঙ্গীয় চলচ্চিত্র সংস্কৃতি সংঘ। সংঘের স্পষ্ট কথা, "চা না পান বিড়ির দোকান এটা? একটা বিশেষ গোষ্ঠী দখল করে বসে আছে। শ্যুটিং শুরু হবে কিনা, কথা না বলেই শুরু হচ্ছে। ৩৫ জনের শ্যুটিং হতে পারে না। অন্তত ৮০ জন হতে পারে ইউনিটে। ৪ জুনের মিটিংয়ে সিদ্ধান্ত হল আর্টিস্ট শুধু বিমার টাকা পাবে। টেকনেশিয়ানরা কোথায় যাবেন? শিল্পীরাই তাহলে শুধু কাজ করবেন? নবান্ন থেকে বলা হয়েছে, টেকনেশিয়ানদের কোনও টাকা দেওয়া হবে না। আসলে সরকার গরিবদের চায় না। কারণ ভোটে তাদের নিয়ে ঘোরা যায়, টিকিট দেওয়া যায় না।"

একইসঙ্গে তাঁরা আরও বলেন, "নুসরত, মিমি বা দেব কাউকেই তো খুঁজে পাওয়া যাচ্ছে না। ৩৫ জন তাঁরাই কাজ পাবেন, যারা কাটমানি দেবেন। অরূপ বিশ্বাস প্রশ্ন তুলেছেন জয় শাহ কীভাবে বিসিসিআই-এর মাথা হতে পারেন। আমরা প্রশ্ন করছি, স্বরূপ বিশ্বাস তাহলে কীভাবে হলেন? অমিত শাহ যে দশ বছরের হিসেব চেয়েছেন, তা কি দিতে পারবেন মুখ্যমন্ত্রী? পারবেন না। কারণ, মানুষকে বিভ্রান্ত করাই এদের কাজ।"

আরও পড়ুন, দেশে যতদিন করোনা থাকবে, ততদিন 'নো শুটিং', সিদ্ধান্ত টলিপাড়ার প্রযোজকদের  

.