সোনু সুদকে 'ভারত রত্ন' দেওয়ার দাবি উঠল সোশ্যাল মিডিয়ায়

সোনু সুদের এমন পদক্ষেপে মুগ্ধ কিছু নেটিজেন তাঁকে 'ভারত রত্ন' দেওয়ার দাবি তুলেছেন।

Edited By: রণিতা গোস্বামী | Updated By: May 29, 2020, 07:52 PM IST
সোনু সুদকে 'ভারত রত্ন' দেওয়ার দাবি উঠল সোশ্যাল মিডিয়ায়

নিজস্ব প্রতিবেদন : দেশজুড়ে লকডাউনের এই পরিস্থিতিতে দুঃস্থ পরিযায়ী শ্রমিকদের পাশে দাঁড়িয়েছেন সোনু সুদ। গরিব মানুষের জন্য তাঁর এই পরিশ্রম, তাঁকে দেশবাসীর কাছে বাস্তবের 'নায়ক' করে তুলেছে। শুধু পরিযায়ী শ্রমিকদের বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেই খান্ত হয়েছেন এমনটা নয়। শ্রমিকদের জন্য যাত্রাপথের প্রয়োজনী PPE কিট, খাবার, সবেরই ব্যবস্থা করেছেন অভিনেতা। সোনু সুদের এমন পদক্ষেপে মুগ্ধ কিছু নেটিজেন তাঁকে 'ভারত রত্ন' দেওয়ার দাবি তুলেছেন।

টুইটারে নেটিজেনরা সোনু সুদকে যেভাবে 'ভারত রত্ন' দেওয়ার দাবি করেছেন, তা নিমেষে ভাইরাল হয়ে গিয়েছে। নেটিজেনদের দাবি 'ভারত রত্ন' সোনু সুদের প্রাপ্য। চলুন দেখে নেওয়া যাক কে কী লিখেছেন...

আর পড়ুন-সোনু সুদের পর এবার দিল্লিতে আটকে পড়া পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফেরাচ্ছেন স্বরা ভাস্কর

এক ব্যক্তি লিখেছেন, ''আমরা চাই ভারত সরকার সাধারণ মানুষের জন্য করা সোনু সুদের এই কাজের স্বীকৃতি দিক। ভারত রত্ন সোনু সুদের প্রাপ্য।''

একজন সোনু সুদকে থলাইভা অর্থাৎ নেতা আখ্যা দিয়ে লিখেছেন, ''কেরল থেকে ১৭০ জন ওডিশার বাসিন্দা বোনেদের তিনি বিশেষ বিমানের ব্যবস্থা করে বাড়ি ফিরিয়েছেন।'' তাই ভারত রত্ন দেওয়ার দাবি তুলেছেন তিনি।

একজন লিখেছেন, ''সরকার যে কাজ করতে ব্যর্থ, সে কাজ সোনু সুদ করে দেখিয়েছেন। তাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে সোনু সুদের ভারত রত্নের দাবি করছে ভারতবাসী। সোনু সুদের মতো একজন মানুষকেই সরকার চালানোর জন্য দরকার। আমরা ওনাকে নেতা হিসাবে দেখতে চাই, যাতে আমাদের দেশকে বদলে ফেলা যায়।''

একজন লিখেছেন, ''আমরা জানি, সোনু সুদ এই কাজ কোনও পুরস্কার জেতার জন্য করছেন না। কিন্তু আমরা তো ওনার জন্য ভারত রত্নের দাবি করতেই পারি।''

এক ব্যক্তি নরেন্দ্র মোদী ও অমিত শাহ-কে ট্যাগ করে লিখেছেন, ''কঠিন সময়ে একা হাতে দেশের মানুষের পাশে দাঁড়িয়ে তিনি প্রমাণ করেছেন, তিনিই বাস্তবের নায়ক। তাই ভারত রত্ন ওনার প্রাপ্য।''

প্রসঙ্গত, সোনু সুদ জানিয়েছেন, যতক্ষণ না দেশের সমস্ত শ্রমিক নিরাপদে নিজেদের বাড়ি পৌঁছে যাবেন, ততক্ষণ পর্যন্ত তিনি এই কাজ করে যাবেন। শুধু শ্রমিকদের বাড়ি পৌঁছে দেওয়াই নয়, যাঁরাই তাঁকেসাহায্যের আবেদন করে  টুইট করছেন, সকলের উত্তর তিনি দিচ্ছেন। এমনকি ফোন কল, মেসেজেরও উত্তর দিচ্ছেন তিনি এবং তাঁর টিমের সদস্যরা। শ্রমিকরা যাতে বিনা খরচে তাঁর কাছে আবেদন জানাতে পারেন, তার জন্য একটি টোল ফ্রি নম্বরও শেয়ার করেছেন সোনু সুদ। 

আরও পড়ুন-এক নাগাড়ে ফোনে ঢুকছে পরিযায়ী শ্রমিকদের মেসেজ, দেখতে গিয়ে নাজেহাল সোনু সুদ, শেয়ার করলেন ভিডিয়ো

.