'আমি আসলে নরেন্দ্র মোদীর মেয়ে', বললেন ক্যালেন্ডার গার্লসের অভিনেত্রী

প্রশ্নটা এত বার শুনেছেন যে বিরক্তিতে একেবারে চমকপ্রদ মন্তব্য করে বসলেন মধুর ভান্ডারকরের ক্যালেন্ডার গার্লসের অভিনেত্রী অবনী মোদী। ছবির প্রচারে দেশের বিভিন্ন জায়গায় যাচ্ছেন অবনী, যেখানেই যাচ্ছেন তাঁকে শুনতে হচ্ছে, আপনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সম্পর্কে কেউ হোন! অবনী প্রতিবার মাথা নাড়তে নাড়তে ক্লান্ত হয়ে এবার মজা করে বলে বললেন, 'হ্যাঁ আমি প্রধানমন্ত্রীর মেয়ে।' পরে সে কথাটাকে একটু ঘুরিয়ে বললেন, 'শুধু গুজরাটের মেয়েদের কাছে নন নরেন্দ্র মোদী হলেন গোটা দেশের কাছে ফাদার ফিগার।'

Updated By: Sep 15, 2015, 08:17 PM IST
'আমি আসলে নরেন্দ্র মোদীর মেয়ে', বললেন ক্যালেন্ডার গার্লসের অভিনেত্রী

ওয়েব ডেস্ক: প্রশ্নটা এত বার শুনেছেন যে বিরক্তিতে একেবারে চমকপ্রদ মন্তব্য করে বসলেন মধুর ভান্ডারকরের ক্যালেন্ডার গার্লসের অভিনেত্রী অবনী মোদী। ছবির প্রচারে দেশের বিভিন্ন জায়গায় যাচ্ছেন অবনী, যেখানেই যাচ্ছেন তাঁকে শুনতে হচ্ছে, আপনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সম্পর্কে কেউ হোন! অবনী প্রতিবার মাথা নাড়তে নাড়তে ক্লান্ত হয়ে এবার মজা করে বলে বললেন, 'হ্যাঁ আমি প্রধানমন্ত্রীর মেয়ে।' পরে সে কথাটাকে একটু ঘুরিয়ে বললেন, 'শুধু গুজরাটের মেয়েদের কাছে নন নরেন্দ্র মোদী হলেন গোটা দেশের কাছে ফাদার ফিগার।'

শতরূপা পাইন, কায়রা দত্ত, অবনী মোদী, আকাঙ্ক্ষা পুরি, রুহি সিংরা রয়ছেন মধুর ভান্ডরকরের ক্যালেন্ডার গার্লস- নামের সিনেমায়। ছবিতে ভারতের বিভিন্ন এলাকা থেকে আসা পাঁচটি মেয়েকে দেখানো হয়েছে। দেশের জনপ্রিয় এক বার্ষিক ক্যালেন্ডারে ছবি তোলার জন্য পোজ দেবে তারা।

এদিকে, পাকিস্তানে 'ক্যালেন্ডার গার্লস'-এর মুক্তি ঘিরে জটিলতা তৈরি হয়েছে। ছবির পরিচালক মধুর ভান্ডারকর জানিয়েছেন পাকিস্তানে ক্যালেন্ডার গার্লস হয়তো রিলিজ করবে না। কারণ ছবির ট্রেলারের একটি ডায়ালগ নিয়ে পাকিস্তানের কাছ থেকে আপত্তি উঠেছে।

 

.