Zakir Hussain: প্রয়াত জাকির হুসেনকে শ্রদ্ধা জানিয়ে শহরে শাস্ত্রীয় উৎসব...
Zakir Hussain Festival: গত বছরের শেষে, ১৫ ডিসেম্বরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন উস্তাদ জাকির হুসেন। তাঁর প্রয়াণ যেন সুরের জগতে ইন্দ্রপতন। এবার তাঁকে শ্রদ্ধার্ঘ জানিয়ে উস্তাদজীকে উৎসর্গ করে দুই দিনের শাস্ত্রীয় উৎসব হতে চলেছে কলকাতায়।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সম্প্রতি ঘটেছে সুরের জগতে নক্ষত্রপতন । প্রয়াত হয়েছেন তবলা মায়োস্ত্রো উস্তাদ জাকির হুসেন। এবার তাঁকে শ্রদ্ধার্ঘ জানিয়ে উস্তাদজীকে উৎসর্গ করে দুই দিনের শাস্ত্রীয় উৎসব হতে চলেছে কলকাতায়।
আগামী ১১ জানুয়ারি ও ১২ জানুয়ারি জি.ডি.বিড়লা সভাঘরে, বিকেল ৫ টা থেকে অনুষ্ঠিত হতে চলেছে এই উত্সব, আয়োজনে 'সম্বন্ধ'। ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত ও নৃত্যের দুদিনের এই উদযাপনে শিল্পীরা উস্তাদ জাকির হোসেনকে স্মরণ করবেন।এবছর এই অনুষ্ঠান তাঁকেই উৎসর্গ করা হয়েছে।
আরও পড়ুন- Fact Check: মক্কা থেকে ভাইরাল শাহরুখ-গৌরীর ছবি, বিয়ের ৩৩ বছর পর ধর্ম বদলালেন মেগাস্টারের স্ত্রী?
১১ই জানুয়ারি, প্রথমে শঙ্কর নারায়ণ স্বামী এবং তাঁর সংস্থার শিল্পীরা, তার পরে সেতারে পন্ডিত অসীম চৌধুরী,তবলায় পন্ডিত অরূপ চ্যাটার্জি সঙ্গীত পরিবেশন করবেন। উৎসবে বিদুষী প্রীতি প্যাটেলের নান্দনিক নৃত্য পরিচালনায় মণিপুরী নৃত্যের মনোরম উপস্থাপনা বিশেষ ভাবে উল্লেখযোগ্য এবংপরে লুনা পোদ্দারের নির্দেশনায় প্রেরণা সেন্টার ফর পারফর্মিং আর্টস কলকাতার শিল্পীরা নৃত্য পরিবেশন করবেন। থাকবে আগামীদিনের সম্ভাবনাময় শিল্পী নীলোপা মৈত্র এর নাচ।
দ্বিতীয় দিন, ১২ জানুয়ারি থাকছেন তবলায় পন্ডিত কুমার বোস,হারমোনিয়ামে পন্ডিত হিরন্ময় মৈত্র। পরে কণ্ঠ সঙ্গীতে কোয়েল দাশগুপ্ত নাহা, তবলায় ইমন , বিদুষী অরুণা মোহান্তি এবং তাঁর একাডেমির শিল্পীরা ওড়িশি নৃত্য পরিবেশন করবেন , এরপরে ভরতনাট্যমে মহুল মুখার্জি এবং শেষে গুরু লুনা পোদ্দারের নির্দেশনায় প্রেরণা সেন্টার ফর পারফর্মিং আর্টস কলকাতা নিবেদন করবেন কোয়েস্ট ৯,৫ বীট , যা তালের লয় এবং গতির বিশেষত্ব সম্পর্কে এক ধারণা তুলে ধরবে।
লুনা পোদ্দার, একজন প্রখ্যাত নৃত্যশিল্পী এবং কোরিওগ্রাফার, তাঁর নৃত্য প্রতিষ্ঠান "প্রেরনা, সেন্টার ফর পারফর্মিং আর্টস" ২০০২ সালে যাত্রা শুরু করে। তিনি বলেন, "এটা একটা বৈঠাকি সংস্কৃতির প্রচার যা আমাদের দীর্ঘ হারানো ঐতিহ্যগুলির মধ্যে একটি। ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত, নৃত্য এবং থিয়েটারের বিভিন্ন রূপকে একত্রিত করে শিল্পকে লালন করার একটি পরিবেশ তৈরি করা আমাদের লক্ষ্য। আমাদের এই উৎসব সম্বন্ধ, ভারতীয় ঐতিহ্যকে মেনে চলার পাশাপাশি নতুনত্ব ও অভিনবত্বের সাথেও একত্র হয়েছে।" এই অনুষ্ঠানে আলোর মায়াজাল বুনবেন দীনেশ পোদ্দার।
আরও পড়ুন- Govinda: আলাদা বাড়িতে থাকছেন গোবিন্দা-সুনীতা, ৩৭ বছরের দাম্পত্যে ফাটল!
১৯৫১ সালে মুম্বইয়ে জন্ম জাকির হুসেন। মাত্র তিন বছর বয়সেই তবলায় হাতেখড়ি, এরপর একক অনুষ্ঠান করেন সাত বছর বয়সে। দীর্ঘ সংগীত জীবনে জিতেছেন পদ্মশ্রী, পদ্মভূষণ,, পদ্মবিভূষণ, গ্র্যামি-সহ বহু পুরস্কার। ১৯৯৯ সালে আমেরিকার সর্বোচ্চ অসামরিক সম্মান পান জাকির হুসেন। তিন বার গ্রামি পেয়েছেন। ভারতের কোনও শিল্পীর এই কৃতিত্ব নেই। ভারতের প্রথম শিল্পী হিসেবে বারাক ওবামার আমলে অল স্টার গ্লোবাল কনসার্টে যোগ দিয়েছিলেন জাকির হুসেন। গত বছরের শেষে, ১৫ ডিসেম্বরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন উস্তাদ জাকির হুসেন।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)