উদয়পুরে শিশুদের সঙ্গে জমিয়ে নাচলেন সলমন, সোনাক্ষী, ভাইরাল ভিডিয়ো

ছিলেন প্রভু দেবা এবং বীণা কাক-ও

Updated By: Nov 22, 2019, 04:42 PM IST
উদয়পুরে শিশুদের সঙ্গে জমিয়ে নাচলেন সলমন, সোনাক্ষী, ভাইরাল ভিডিয়ো

নিজস্ব প্রতিবেদন: দাবাং থ্রি-র প্রমোশনে উদয়পুরে হাজির হয়েছিলেন সলমন খান এবং সোনাক্ষী সিনহা। সেখানে হাজির হয়ে বিশেষ ক্ষমতাসম্পন্ন শিশুদের সঙ্গে নাচলেন সলমন খান। সলমনের সঙ্গে সোনাক্ষী সিনহাও ক্যামেরার সামনে ওই শিশুদের সঙ্গে নাচতে শুরু করেন।

আরও পড়ুন : হৃদরোগে আক্রান্ত টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী, অবস্থা সঙ্কটজনক
সম্প্রতি দাবাং থ্রি-র প্রমোশনে রাজস্থানের উদয়পুরে হাজির হন সলমন খান, সোনাক্ষী সিনহারা। সলমনদের সঙ্গে সেখানে অভিনেত্রী বীণা কাকও হাজির হন। ছিলেন দাবাং থ্রি-র পরিচালক প্রভু দেবাও। সবাই মিলে যখন উদয়পুরে উমং ফাউন্ডেশন নামে ওই স্বেচ্ছাসেবী সংস্থার বিশেষ ক্ষমতাসম্পন্ন শিশুদের সঙ্গে নাচতে শুরু করেন, সেই ভিডিয়ো প্রকাশ্যে আসার পরই তা ভাইরাল হয়ে যায়।

আরও পড়ুন : 'কোন পোশাক পরে মন্দিরে যেতে হয়, শেখোনি?' আক্রমণের মুখে অজয় দেবগণের মেয়ে
দেখুন সেই ভিডিয়ো...

 

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 

 

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 

 

এদিকে দাবাং থ্রি-র প্রমোশনের মাঝ থেকে সময় বের করে সত মা হেলেনের জন্মদিন পালন করেন সলমন খান। এবার ৮০-তে পড়লেন সেলিম খানের দ্বিতীয় স্ত্রী হেলেন খান। হেলেনের জন্মদিন উপলক্ষে সোহেল খান এবং সীমা খান এক জাঁকজমক পার্টির আয়োজন করেন। যেখানে আশা পারেখ থেকে শুরু করে ওয়াহিদা রহমান, প্রত্যেকে হাজির হন। হেলেনের জন্মদিনের পার্টিতে যখন পুরো খানদান একত্রিত হয়, তখন যেন ঝলসে উঠতে শুরু করে ক্যামেরার ফ্ল্যাশ।

.