আরও উত্তেজক দীপিকার xXx ছবি

হট, সিজলিং, সেক্সি। কতটা উত্তেজিত আপনি xXx ছবিতে দীপিকা পাডুকোনকে দেখার জন্য? তাহলে এবার হৃদপিন্ডটা হাতে ধরে রাখুন। কারণ, xXx ছবির নতুন যে ছবিটি বেরিয়েছে, তাতে দীপিকাকে দেখলে আপনার হৃদস্পন্দন থেমে যেতে বাধ্য।

Updated By: Mar 29, 2016, 04:46 PM IST
আরও উত্তেজক দীপিকার xXx ছবি

ওয়েব ডেস্ক: হট, সিজলিং, সেক্সি। কতটা উত্তেজিত আপনি xXx ছবিতে দীপিকা পাডুকোনকে দেখার জন্য? তাহলে এবার হৃদপিন্ডটা হাতে ধরে রাখুন। কারণ, xXx ছবির নতুন যে ছবিটি বেরিয়েছে, তাতে দীপিকাকে দেখলে আপনার হৃদস্পন্দন থেমে যেতে বাধ্য।

হলিউডের প্রথম আত্মপ্রকাশ ঘটতে চলেছে বলিউড ডিভা দীপিকা পাডুকোনের। তাঁর ছবি xXx নিয়ে উত্তেজনার পারদ ক্রমশ চরমে উঠছে। সহ অভিনেতা জেন্ডার কেজের সঙ্গে একের পর এক হট ছবি দিয়ে ফ্যানকূলের প্রত্যাশার পারদ বাড়িয়েই চলেছেন। তাঁকে কোনও অংশে হলিউডের অন্যান্য অভিনেত্রীর থেকে কম কিছু লাগছে না। বরং হলিউডের হটেস্ট নায়িকাদের আসনটা ক্রমশ নড়বড়ে হতে চলেছে তাঁর আগমনে। সম্প্রতি xXx ছবির যে ছবিটি দেখা যাচ্ছে, তাতে মনে হয় এত বেশি হট দীপিকাকে আর কোনও ছবিতে লাগেনি।

xXx ছবিতে দীপিকা জেন্ডার কেজের প্রাক্তন প্রেমিকা সেরেনার ভূমিকায় অভিনয় করছেন। ছবিতে দীপিকার চরিত্রের অনেকগুলি দিক রয়েছে। সে যাই হোক না কেন, এখন এসব ছেড়ে দীপিকার ফ্যানকূল হাঁ করে তাকিয়ে রয়েছেন তাঁর এরকম হট লুকসের দিকে। আর মনে মনে হয়তো ভাবছেন, এত হট প্রেমিকাকে অন্য কারও বাহুডোরে দেখে প্রেমীক রণবীর সিং কতটা জ্বলছেন।

.