ম্যাগাজিনের ফোটোশ্যুটে অনন্যরূপে দীপিকা

নতুন ফোটোশ্যুটে একেবারে অন্যরকম অবতারে হাজির হলেন বলিউড ডিভা দীপিকা পাডুকোন। এমনিতেই তাঁর জনপ্রিয়তা দিন দিন বাড়ছে। এই মুহূর্তের বলিফডে সবথেকে জনপ্রিয় এবং একইসঙ্গে বেশি পারিশ্রমিক নেওয়া অভিনেত্রী তিনিই।

Updated By: Nov 5, 2016, 09:21 PM IST
ম্যাগাজিনের ফোটোশ্যুটে অনন্যরূপে দীপিকা

ওয়েব ডেস্ক: নতুন ফোটোশ্যুটে একেবারে অন্যরকম অবতারে হাজির হলেন বলিউড ডিভা দীপিকা পাডুকোন। এমনিতেই তাঁর জনপ্রিয়তা দিন দিন বাড়ছে। এই মুহূর্তের বলিফডে সবথেকে জনপ্রিয় এবং একইসঙ্গে বেশি পারিশ্রমিক নেওয়া অভিনেত্রী তিনিই।

সম্প্রতি দীপিকা পাডুকোন ডিজাইনার সব্যসাচী মুখার্জির পোশাকে ভগ ইন্ডিয়া ম্যাগাজিনের নভেম্বর সংখ্যার জন্য ফোটোশ্যুট করলেন। ব্রোকেডের ল্যাহেঙ্গা সঙ্গে বেনারসী খাদি শাড়িতে অনবদ্য রূপে হাজির হলেন তিনি। এত সুন্দর তাঁকে আগে কখনও লাগেনি।

বলিউড ডিভা দীপিকা পাডুকোন এখন বলিউড ছবির পাশাপাশি হলিউড ছবিতে অভিনয় নিয়েও খুবই ব্যস্ত। আগামি বছরেই তাঁর প্রথম হলিউড ছবি মুক্তি পাবে।

.