পর্নের অস্কারে জারি পোশাকবিধি!

নগ্নতার মেলায় নগ্নতায় না। আগামী শনিবার বছরের সেরা পর্ন সিনেমায় দুনিয়ার পয়লা নম্বর পুরস্কার অনুষ্ঠান 'AVN Award show'-তে জারি হল পোশাকবিধি। এই পুরস্কারকে পর্ন সিনেমার অস্কার হিসেবে দেখা হয়। হ্যাঁ, ঠিকই শুনছেন একেবারে নগ্নতায় নজর কাড়ার জন্য পুরস্কার অনুষ্ঠানে জারি পোশাক বিধি বা ড্রেস কোড। বলে দেওয়া হল পর্নের অস্কার অনুষ্ঠানে নগ্ন হয়ে যাওয়া যাবে না। উদ্যোক্তাদের তরফ থেকে আমন্ত্রিত অতিথিদের জানিয়ে দেওয়া হয়েছে এবারের 'AVN Award show'-তে পোশাকবিধি যেন মেনে চলা হয়।  

Updated By: Jan 19, 2016, 11:00 AM IST
পর্নের অস্কারে জারি পোশাকবিধি!

ওয়েব ডেস্ক: নগ্নতার মেলায় নগ্নতায় না। আগামী শনিবার বছরের সেরা পর্ন সিনেমায় দুনিয়ার পয়লা নম্বর পুরস্কার অনুষ্ঠান 'AVN Award show'-তে জারি হল পোশাকবিধি। এই পুরস্কারকে পর্ন সিনেমার অস্কার হিসেবে দেখা হয়। হ্যাঁ, ঠিকই শুনছেন একেবারে নগ্নতায় নজর কাড়ার জন্য পুরস্কার অনুষ্ঠানে জারি পোশাক বিধি বা ড্রেস কোড। বলে দেওয়া হল পর্নের অস্কার অনুষ্ঠানে নগ্ন হয়ে যাওয়া যাবে না। উদ্যোক্তাদের তরফ থেকে আমন্ত্রিত অতিথিদের জানিয়ে দেওয়া হয়েছে এবারের 'AVN Award show'-তে পোশাকবিধি যেন মেনে চলা হয়।  

আসলে উদ্যোক্তারা চান না পর্নকে শুধু নগ্নতার মূর্তি হিসেবে দেখতে। তাদের দাবি পর্ন সিনেমা যে কোনও মূল ধারার সিনেমার চেয়ে অনেক কঠিন একটা শিল্প। এর আগের 'AVN Award show'-কিছু পারফরমার কার্যত নগ্ন হয়ে উপস্থিত হয়েছিলেন। প্রতি বছর পর্ন সিনেমায় অবদানের জন্য মোটা অর্থের পুরস্কার মূল্যের ট্রফি দেওয়া হয় এই অনুষ্ঠানে।

.