অশ্লীল পোশাক পরেছেন প্রিয়াঙ্কা, ফের কড়া সমালোচনার মুখে অভিনেত্রী

স্ত্রীকে কড়া আক্রমণ, মুখে কুলুপ এঁটেই রয়েছে প্রিয়াঙ্কার স্বামী নিক জোনাস 

Edited By: জয়িতা বসু | Updated By: Jan 30, 2020, 04:08 PM IST
অশ্লীল পোশাক পরেছেন প্রিয়াঙ্কা, ফের কড়া সমালোচনার মুখে অভিনেত্রী

নিজস্ব প্রতিবেদন : খোলামেলা পোশাক পরে গ্র্যামির রেড কার্পেটে হাজির হয়েছিলেন। এরপর থেকেই জোর শোরগোল শুরু হয়ে যায় পেজ থ্রি জুড়ে।

আরও পড়ুন  : গ্র্যামিতে খোলামেলা পোশাক, আক্রমণের মুখে পড়ে কী বললেন প্রিয়াঙ্কা
ডিজাইনার রাল্ফ রুসোর যে পোশাক প্রিয়াঙ্কা চোপড়া পরেছেন, তা কোনওভাবেই তাঁর সঙ্গে মানানসই নয়। প্রিয়াঙ্কা চোপড়া যে খোলামেলা পোশাক পরেছেন, তার জন্য একাধিক সমালোচনার মুখে পড়তে হচ্ছে প্রিয়াঙ্কাকে। গ্র্যামির পোশাকের জন্য প্রিয়াঙ্কাকে কখনও লাজলজ্জাহীন মহিলা বলে কটাক্ষ করা হয়। আবার কখনও প্রিয়াঙ্কার জন্য ভারতীয় মহিলারা লজ্জা পাচ্ছেন বলেও করা হয় কটাক্ষ। আর এবার প্রিয়াঙ্কার সঙ্গে ওই পোশাক একেবারেই মানানসই নয় বলে করা হল কটাক্ষ। পাশাপাশি রাল্ফ রুসোর ওই অশ্লীল পোশাক পরে প্রিয়াঙ্কাকে জঘন্য লাগছে বলেও করা হয় আক্রমণ।

আরও পড়ুন : দুর্ঘটনার কবলে অঙ্কুশ, দুমড়ে গেল অভিনেতার গাড়ি


পাশাপাশি এই পোশাক পরে প্রিয়াঙ্কার আত্মসম্মান তো বাড়েইনি, উল্টে কমে গিয়েছে বলেও কেউ কেউ মন্তব্য করতে শুরু করেন। উল্টোপালটা পোশাক পরে প্রিয়াঙ্কা কেন নিজের মান সম্মান খোয়াচ্ছেন, এমন প্রশ্নও করা হয় নেটিজেনদের একাংশের তরফে। পাশাপাশি এই ধরনের পোশাক পরে সবার নজর জোর করে নিজের দিকে ঘোরানোর চেষ্টা করছেন বলেও কটাক্ষ করতে শুরু করেন নেটিজেনরা।

.