ফিল্মফেয়ার কভারেও গুলাব গ্যাং

শাহরুখ, হৃতিক, আমির, সলমন ম্যাজিক ছাপিয়ে এই বছরের সবথেকে গুলাব গ্যাং-ই হয়তো হতে চলেছে বছরের সবথেকে প্রতীক্ষিত ছবি। মাধুরী-জুহির ম্যাজিক দেখতে দর্শকদের অপেক্ষা করতে হবে ৭ মার্চ ছবি মুক্তি পর্যন্ত। আর সেই ম্যাজিক ধরে রাখতে মাধুরী-জুহি একসঙ্গে পোজ দিলেন ফিল্মফেয়ার ম্যাগাজিনের কভারে।

Updated By: Feb 20, 2014, 08:09 PM IST

শাহরুখ, হৃতিক, আমির, সলমন ম্যাজিক ছাপিয়ে এই বছরের সবথেকে গুলাব গ্যাং-ই হয়তো হতে চলেছে বছরের সবথেকে প্রতীক্ষিত ছবি। মাধুরী-জুহির ম্যাজিক দেখতে দর্শকদের অপেক্ষা করতে হবে ৭ মার্চ ছবি মুক্তি পর্যন্ত। আর সেই ম্যাজিক ধরে রাখতে মাধুরী-জুহি একসঙ্গে পোজ দিলেন ফিল্মফেয়ার ম্যাগাজিনের কভারে।

আশি-নব্বই দশকের সেই প্রতিদ্বন্দ্বিতা ধরা পড়বে ফিল্মফেয়ারের ১২ মার্চের কভারে। এর মধ্যেই সাড়া ফেলে দিয়েছে সৌমিকে সেনের তৈরি ছবির ট্রেলর। শক্তি রূপে এই ছবিতে দেখা যাবে মাধুরী। তবে চমক রয়েছে জুহির চরিত্রেও। জীবনে প্রথমবার শুধু মাধুরীর সঙ্গে অভিনয় করাই নয়, প্রধমবারের মতো নেগেটিভ চরিত্রেও অভিনয় করছেন তিনি।

উত্তর প্রদেশের বিখ্যাত মহিলা দল গুলাব গ্যাং নিয়ে তৈরি ছবিতে রয়েছেন তন্নিষ্ঠা চ্যাটার্জি, প্রিয়াঙ্কা বোস, বিনীতা মেনন, রানি পটেল ও তনভি রাও।

.