কুত্তে কামিনে, ম্যায় তেরা খুন পি জায়ুঙ্গা!
আজ ৮ ডিসেম্বর। জন্মদিন বলিউডের প্রথম অ্যাকশন হিরো ধর্মেন্দ্রর। শুধু অ্যাকশনই বা কেন! তাঁর মুখের ডায়লগ আজও যে সমান জনপ্রিয়। জন্মদিনে তাঁর সম্পর্কে জেনে নিন অজানা ৫ টি তথ্য।
ওয়েব ডেস্ক: আজ ৮ ডিসেম্বর। জন্মদিন বলিউডের প্রথম অ্যাকশন হিরো ধর্মেন্দ্রর। শুধু অ্যাকশনই বা কেন! তাঁর মুখের ডায়লগ আজও যে সমান জনপ্রিয়। জন্মদিনে তাঁর সম্পর্কে জেনে নিন অজানা ৫ টি তথ্য।
১) ধর্মেন্দ্রকে বলিউডের অ্যাকশন কিং এবং হি ম্যান বলা হয়।
২) ধর্মেন্দ্রকে সিলভার স্ক্রিনে প্রথম দেখা যায় ১৯৬০ সালে। দিল ভি তেরা, হাম ভি তেরে ফিল্মে অভিনয় শুরু করেছিলেন তিনি।
৩) ইন্ডিয়াস গট ট্যালেন্টের সিজন থ্রি-তে বিচারকের ভূমিকায় ছিলেন ধর্মেন্দ্র।
৪) ২০০৪ সালের লোকসভা নির্বাচনে তিনি বিজেপির হয়ে বিকানীর কেন্দ্র থেকে জিতে সংসদে গিয়েছিলেন।
৫) ২০১২ সালে তাঁকে পদ্মভূষণ পুরস্কার দেওয়া হয়।