তৃণমূলে বড় পদে ফের এক টলিউড তারকা, দলে এসেই কার্যকরী সভাপতি হিরণ

দেব সাংসদ। এবার হিরণ তৃণমূল যুব কংগ্রেসের কার্যনির্বাহী সভাপতি। টলিউডের এ প্রজন্মের দুই নায়ক এখন জোড়া ফুলের সম্পদ

Updated By: Jun 21, 2014, 11:29 AM IST

দেব সাংসদ। এবার হিরণ তৃণমূল যুব কংগ্রেসের কার্যনির্বাহী সভাপতি। টলিউডের এ প্রজন্মের দুই নায়ক এখন জোড়া ফুলের সম্পদ

চিরঞ্জিত চক্রবর্তী, শতাব্দী রায়,সন্ধ্যা রায়, দেবের পর টলিউডের আরও এক অভিনেতা যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে। তৃণমূল যুব কংগ্রেসের কার্যনির্বাহী সভাপতি করা হয়েছে হিরণকে। ইন্দ্রনীল রায়, শুভ্রাংশু রায়, অপরূপা পোদ্দারের পর এই দায়িত্ব পেলেন হিরণ।

তৃণমূলের এত বড় পদে কাজ করার সুযোগ পাওয়ায় দারুণ খুশি বলে জানালেন হিরণ।

এদিকে, দলের যুব সভাপতির পদ হারিয়ে প্রথমে ক্ষোভে ফেটে পড়লেও, শেষপর্যন্ত মাথা নোয়াতে হল শুভেন্দু অধিকারীকে। সৌমিত্র খান সভাপতি হওয়ার পর তাঁর নেতৃত্বে প্রথম বৈঠকে যোগ দিতে কাঁথি থেকে কলকাতায় আসতে হল শুভেন্দু অধিকারীকে। কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ। শুরু থেকে শেষপর্যন্ত বৈঠকে হাজিরও থাকলেন।

বৈঠকে শুভেন্দু বলেন, নতুন তৃণমূল যুব কংগ্রেসকে সবরকম সহযোগিতা করেন। দলের কাছে তার আর্জি একুশে জুলাইয়ের আগে জেলায় জেলায় যুব সংগঠনে যেন কোনওরকম পরিবর্তন করা না হয়। তাহলে জেলায় জেলায় গোষ্ঠীদ্বন্দ্ব আরও বাড়বে। একুশে জুলাইয়ের কথা ভেবে আপাতভাবে তা মেনেও নিয়েছে তৃণমূল নেতৃত্ব। আজকের বৈঠকে উপস্থিত ছিলেন মুকুল রায়,পার্থ চ্যাটার্জি, সুব্রত বক্সী।

.