Atlee Hollywood Debut | Jawan: জওয়ানের সাফল্যের পর এবার হলিউড মাতাবেন অ্যাটলি! বড় ঘোষণা পরিচালকের

Atlee Kumar Hollywood Debut: জওয়ান দিয়ে বলিউডে আত্মপ্রকাশ করেছিলেন দক্ষিণী নির্মাতা অ্যাটলি। এবার বলিউড ছাড়িয়ে হলিউডেও পাড়ি জমানোর ইঙ্গিত দিয়েছেন জনপ্রিয় এই পরিচালক।

Updated By: Feb 25, 2024, 10:18 AM IST
Atlee Hollywood Debut | Jawan: জওয়ানের সাফল্যের পর এবার হলিউড মাতাবেন অ্যাটলি! বড় ঘোষণা পরিচালকের

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: গত বছর মুক্তি পেয়েছে শাহরুখের(Shah Rukh Khan) 'জওয়ান'(Jawan)। এই ছবি দিয়েই বলিউডে ডেবিউ দেন দক্ষিণী নির্মাতা অ্যাটলি কুমার(Atlee Kumar)। বলিউডে রেকর্ড ভাঙা ব্যবসা করেছে অ্যাটলির ছবি। তার সঙ্গে বিশ্বব্যাপী ব্যাপক জনপ্রিয়তাও পেয়েছেন পরিচালক। এই ছবিটি কিং খানের ক্যারিয়ারের সবচেয়ে বড় হিট ছবি। 

পরিচালকদের জন্য জওয়ান এই নতুন মাপকাঠি চিহ্নিতি করেছে। এই ছবি এখনও পর্যন্ত দ্বিতীয় সর্বোচ্চ আয়কারী হিন্দি ছবি এবং সর্বকালের পঞ্চম সর্বোচ্চ আয়কারী ভারতীয় ছবি হিসাবে স্থান পেয়েছে। বিশ্বব্যাপী সিনেমাটি ১১৬০ কোটি রুপি আয় করেছে।

জানা গিয়েছে, এবার বলিউড ছাড়িয়ে হলিউডেও পাড়ি জমানোর ইঙ্গিত দিয়েছেন জনপ্রিয় এই পরিচালক। এক সাক্ষাৎকারে অ্যাটলি হলিউডের প্রসঙ্গে ইঙ্গিত দিয়েছেন। তিনি আস্থা প্রকাশ করেছেন য, তাঁর স্বপ্ন তিন বছরের মধ্যে বাস্তবায়িত হবে। পরিচালক চান দর্শক তাঁর বানানো ছবি দেখার জন্য সময় এবং অর্থ বিনিয়োগকারী হিসাবে সর্বাধিক বিনোদল পান, সে কারণেই তিনি কিছুটা সময় চান।

আরও পড়ুন:Manoj Rajput Case: ১২ বছর ধরে লাগাতার ধর্ষণ যুবতীকে! গ্রেফতার জনপ্রিয় অভিনেতা-পরিচালক...
অ্যাটলি তাঁর প্রথম ছবি থেকেই এই নীতির উপর জোর দিয়ে এসেছেন। পরিচালক বলেন, 'আমি আমার প্রতিশ্রুতিতে দৃঢ় ছিলাম। আমি আমার দায়িত্ব একই রেখেছি। ভবিষ্যতে, যদি কখনও হলিউডের ছবি বানাই, আমি তাই করব।'

হলিউডে ছবি নিয়ে পরিচালকের কাছ থেকে জানতে চাইলে তিনি বলেন, 'হ্যাঁ, এটা হচ্ছে। বলিউডে পৌঁছতে আমার ৮ বছর লেগেছে। হয়তো আগামি ৩ বছরের মধ্যে, আপনি একটি দুর্দান্ত ঘোষণা সহ সেখানে কিছু দেখতে পাবেন। আমি এটার উপর কাজ করছি।'

গত বছরের জওয়ান মুক্তির পর পরিচালক জানিয়েছিলেন, তিনি হলিউড স্টুডিয়োর সঙ্গে আলোচনায় নিযুক্ত ছিলেন। তিনি বলেন, হলিউডে আমাদের জাতীয় চলচ্চিত্র নির্মাতা হিসাবে সত্যিই সম্মান করে। আমি সেখানে বলেছিলাম কিছু তামিল ছবি করব। কিন্তু তারা সেটার পার্থক্য বুঝতে পারেনি।'

আরও পড়ুন: Flashback: মুক্তি পেল সৌরভ-শবনমের 'ফ্ল্যাশব্যাক' ছবির অফিসিয়াল টিজার...

অন্য এক সাক্ষাৎকারে, অ্যাটলি হলিউডের প্রযুক্তিবিদদের কাছ থেকে প্রশংসা পাওয়ার কথা প্রকাশ করেছিলেন। বিশেষ করে জওয়ানের অ্যাকশন সিকোয়েন্সের জন্য। এরই সঙ্গে তিনি বলেন, 'আমাদের ছবিতে যারা কাজ করেছেন তারা হলিউডের।  অ্যাকশন ডিরেক্টর স্পিরো রাজাতোস আমাদের সঙ্গে কাজ করেছেন। সুতরাং, স্পিরো এবং হলিউডের অন্যান্য দুর্দান্ত পরিচালক এবং প্রযুক্তিবিদরা জওয়ানের একই স্ক্রিনিংয়ে ছিলেন।'

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.