মুক্তি পেল কায় পো চে

সারা ভারতে মুক্তি পেল অভিষেক কপুর পরিচালিত `কায় পো চে`। চেতন ভগতের উপন্যাস থ্রি মিসটেকস অফ লাইফ উপন্যাস অবলম্বনে তৈরি `কায় পো চে`। মুক্তির আগে অভিষেক টুইট করলেন, "অবশেষে...সেই দিনটা এল। সত্যির সেই মুহূর্ত...টিম#কায় পো ছে...দিস ইজ ইট!!"

Updated By: Feb 22, 2013, 12:36 PM IST

সারা ভারতে মুক্তি পেল অভিষেক কপুর পরিচালিত `কায় পো চে`। চেতন ভগতের উপন্যাস থ্রি মিসটেকস অফ লাইফ উপন্যাস অবলম্বনে তৈরি `কায় পো চে`। মুক্তির আগে অভিষেক টুইট করলেন, "অবশেষে...সেই দিনটা এল। সত্যির সেই মুহূর্ত...টিম#কায় পো ছে...দিস ইজ ইট!!"
তিন বন্ধু ইশান(সুশান্ত সিং রাজপুত), ওমি(অমিত সাধ) ও গোবিন্দ(কুমার যাদব)-র জীবন নিয়ে ছবি `কায় পো চে`। ছবির সময়কাল একবিংশ শতাব্দীর শুরুর দিক।
সুশান্ত সিং রাজপুত ও অমিত সাধের মতো দুই নবাগতকে নিয়ে কাজ করেছেন অভিষেক। দু`জনেই আগে টেলিভিশনে অভিনয় করেছেন। নবাগতদের নিয়ে যথেষ্ট আশাবাদী অভিষেক। নায়িকার ভূমিকায় রয়েছেন অমৃতা পুরী।
এর মধ্যেই বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উত্‍সবে হয়ে গেছে ছবির প্রিমিয়ার। প্রথম ছবি `রক অন`-এর সাফল্যের পর এই ছবি নিয়ে যথেষ্ট আশাবাদী অভিষেক।
ট্রেলর দেখতে ক্লিক করুন

.