Viral Video | Javed Akhtar in Pakistan: ‘২৬/১১ হামলাকারীরা এখানে নিরাপদ’, পাকিস্তানে ‘সার্জিকাল স্ট্রাইক’ জাভেদের, প্রশংসা কঙ্গনার

Javed Akhtar-Kangana Ranaut: জাভেদ আখতার বলেন, ‘আমাদের একে অপরকে দোষারোপ করা উচিত নয়। এটা কোনও সমস্যার সমাধান নয়। পরিবেশ খুবই চিন্তার, সেটা কমানো উচিত। আমি মুম্বইয়ের বাসিন্দা। আমাদের শহরে আক্রমণ হয়েছে। সেই হামলাকারীরা কেউ ইজিপ্ট বা নরওয়ে থেকে আসেনি। এখানে তারা এখনও নিরাপদে ঘুরছে। তাই যদি ভারতীয়দের মনে রাগ থাকেন, আপনি তাঁর অভিযোগ করতে পারেন না।’

Updated By: Feb 21, 2023, 05:54 PM IST
Viral Video | Javed Akhtar in Pakistan: ‘২৬/১১ হামলাকারীরা এখানে নিরাপদ’, পাকিস্তানে ‘সার্জিকাল স্ট্রাইক’ জাভেদের, প্রশংসা কঙ্গনার

Javed Akhtar Viral Video, Kangana Ranaut, জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: পাকিস্তানে বসে পাকিস্তানকে তোপ দাগলেন বিশিষ্ট গীতিকার, চিত্রনাট্যকার, কবি জাভেদ আখতার। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল তাঁর বেশ কয়েকটি ভিডিয়ো, যেখানে কখনও তিনি সরব হয়েছেন পাকিস্তানে ঘুরে বেড়ানো ২৬/১১-র হামলাকারীদের বিরুদ্ধে, কখনও আবার সরব হয়েছেন সেদেশে ভারতীয় শিল্পীদের অনুষ্ঠান নিয়ে। এমনকী সেই সব ভিডিয়ো দেখে জাভেদ আখতারকে সাধুবাদ জানিয়েছেন কঙ্গনা রানাওয়াতও।গত সপ্তাহেই পাকিস্তানের লাহোরে এক উৎসবে সামিল হয়েছিলেন জাভেদ আখতার। কবি ফৈজ আহমেদ ফৈজের স্মরণে একটি উৎসবের আয়োজন করা হয়েছিল। সেই উৎসবেই নানা কথা নিয়ে আলোচনা করছিলেন জাভেদ আখতার। পাশাপাশি নানা প্রশ্নেরও উত্তর দিচ্ছিলেন। এমনকী দুই দেশের মধ্যবর্তী টেনশনের কথা, একে অপরকে দোষারোপে কথাও উঠে এসেছে তাঁর কথায়। তিনি বলেন, ভারত যে পাকিস্তানের উপর রেগে, তার জন্য দায়ী পাকিস্তান নিজেই।

আরও পড়ুন- Raj Chakraborty Birthday: ‘তুমিই সেরা’, আদরে-চুম্বনে রাজের জন্মদিন উদযাপন শুভশ্রীর...

অনুষ্ঠানে উপস্থিত এক ব্যক্তি জাভেদ আখতারকে প্রশ্ন করেন, ‘আপনি তো পাকিস্তানে বহুবার এসেছেন। আপনি যখন দেশে ফেরেন তখন কী আপনার দেশের মানুষদের বলেন যে আমরা ভালো মানুষ, আমরা শুধু বোম ফেলার কথা বলি না, আমরা ভালোবাসা ও ফুল দিয়ে আপনাদের অভ্যর্থনাও করি? ’ প্রশ্নের জবাবে জাভেদ আখতার বলেন, ‘আমাদের একে অপরকে দোষারোপ করা উচিত নয়। এটা কোনও সমস্যার সমাধান নয়। পরিবেশ খুবই চিন্তার, সেটা কমানো উচিত। আমি মুম্বইয়ের বাসিন্দা। আমাদের শহরে আক্রমণ হয়েছে। সেই হামলাকারীরা কেউ ইজিপ্ট বা নরওয়ে থেকে আসেনি। এখানে তারা এখনও নিরাপদে ঘুরছে। তাই যদি ভারতীয়দের মনে রাগ থাকেন, আপনি তাঁর অভিযোগ করতে পারেন না।’

দুই দেশের তাঁদের শিল্পীদের প্রতি ব্যবহার নিয়েও প্রশ্ন তুলেছেন জাভেদ আখতার। তিনি বলেছেন, ‘যখন ফৈজ সাহেব ভারতে এসেছিলেন তখন তিনি আমাদের কাছে খুবই স্পেশাল ছিলেন। আমরা সারা দেশে তাঁর ব্রডকাস্ট করেছি।আমরা নুসরত ফতে আলি খান ও মেহেদি হাসানের জন্য বড় বড় অনুষ্ঠান আয়োজন করেছি। আপনারা কী কখনও লতা মঙ্গেশকরের বড় অনুষ্ঠান করেছেন? ’ সোশ্যাল মিডিয়ায় কেউ কেউ এই বক্তব্যকে জাভেদের সার্জিকাল স্ট্রাইক বলেও উল্লেখ করেছেন।

জাভেদ আখতারের প্রশংসায় পঞ্চমুখ কঙ্গনা রানাওয়াত। তিনি ট্যুইটারে লেখেন, ‘যখন আমি জাভেদ আখতারের কবিতা শুনি, তখন ভাবি যে মা সরস্বতীর কি অশেষ কৃপা তাঁর উপর, তবে এটা তো সত্যি যে মানুষের মধ্যে কিছু সত্য তো থাকে যাঁর কারণ ঈশ্বরের আশীর্বাদ তাঁরা পান। জয় হিন্দ। ঘরে ঢুকে মারলেন।’ প্রসঙ্গত, জাভেদ আখতার ও কঙ্গনার পারস্পরিক সম্পর্ক যে তিক্ত তা সকলেরই জানা। এমনকী দুজনে একে অপরের বিরুদ্ধে মামলাও করেছেন। তাই কঙ্গনার মুখে জাভেদের প্রশংসা শুনে কার্যত তাজ্জব নেটপাড়া।

 (Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.