করোনা আক্রান্ত Kangana Ranaut, বললেন 'সাধারণ ফ্লু'
'দেহের মধ্যে যে ভাইরাস পার্টি করছে তা জানতামই না'
নিজস্ব প্রতিবেদন: ফের বলিউডে করোনার হানা। করোনা আক্রান্ত হলেন অভিনেত্রী কঙ্গনা রানাউত (Kangana Ranaut Corona)। কিছুদিন আগেই কঙ্গনার অ্যাকাউন্ট সাসপেন্ড করে টুইটার। তাই ইনস্টাগ্রামে নিজেই জানালেন করোনা আক্রান্ত হওয়ার কথা। জানালেন, শরীরে মারণ ভাইরাসের উপসর্গ রয়েছে। আপাতত হোম কোয়ারেন্টাইনেই রয়েছেন বলিউডের 'কুইন'। যোগব্যায়াম পোজে ছবি দিয়ে কঙ্গনা লেখেন, 'আমি ক্লান্ত অনুভব করছিলাম। চোখে জ্বালাভাব করছিল। হিমাচল যাব ভাবছিলাম তাই গতকাল করোনা টেস্ট করাই। আজ রেজাল্ট পজিটিভ এসেছে।'
আরও পড়ুন: ক্ষমতা কাজে লাগিয়ে আমায় চুপ করাতে চাইছে রাক্ষসী মমতা: Kangana
অভিনেত্রী আরও লেখেন, 'আমি নিজেকে কোয়ারেন্টিনে রেখেছি। দেহের মধ্যে যে ভাইরাস পার্টি করছে তা জানতামই না। এখন জেনে গেছি, এবার ধব্বংস করব।' ফ্যানদের উদ্দেশে তিনি বলেন, 'করোনাকে ভয় পেলে ও বেশি ভয় দেখাবে। এটা একটা সাধারণ ফ্লু।' এ নিয়ে সংবাদমাধ্যম বাড়াবাড়ি করছে বলেও তাঁর অভিযোগ। বিগত কয়েকদিন ধরেই বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে নিয়ে 'আপত্তিকর' মন্তব্যের জন্য চর্চায় রয়েছেন অভিনেত্রী। টুইটার ইতিমধ্যেই তাঁর অ্যাকাউন্ট পুরোপুরিভাবে সাসপেন্ড করেছে।