Vicky-Katrina: হানিমুনের প্রথম ছবি, ভিকির 'ইশক দা চূড়া'-য় নববধূ ক্যাটরিনা

মেহেন্দি ও চূড়া ভর্তি হাতের ছবির শেয়ার করলেন বলিউডের নববধূ।

Updated By: Dec 19, 2021, 10:45 AM IST
Vicky-Katrina: হানিমুনের প্রথম ছবি, ভিকির 'ইশক দা চূড়া'-য় নববধূ ক্যাটরিনা
ফোটো- ইনস্টাগ্রাম সৌজন্যে

নিজস্ব প্রতিবেদন: গত ৯ই ডিসেম্বর যোধপুরের সোয়াই মাধোপুর জেলার সিক্স সেন্সেস ফোর্ট বারওয়ারাতে সাত পাকে বাঁধা পড়েছেন ভিক্যাট। মধুচন্দ্রিমা পর্ব শেষে চলতি সপ্তাহের গোড়াতেই হাতে হাত ধরে মুম্বইয়ে ফিরেছেন দুজনে। এবার ইনস্টাগ্রাম প্রোফাইলে প্রথম হানিমুনের ছবি পোস্ট করলেন ক্যাটরিনা কাইফ। মেহেন্দি ও চূড়া ভর্তি হাতের ছবির শেয়ার করলেন বলিউডের নববধূ। 

ব্যাকগ্রাউন্ডে সমুদ্র। তার উল্টোদিকে দাঁড়িয়ে মেহেন্দি হাতের একটি স্ন্যাপ পোস্ট করেছেন ক্যাটরিনা। ক্যাপশনে একটি লাল হার্ট ইমোজি দিয়েছেন।  তার পরেই ভাইরাল সেই ছবি।  হুমা কুরেশি, নেহা ধুপিয়ার মতো তারকারা এবং অভিনেতার অনুরাগীরা পোস্টে কমেন্টও করছেন।

আরও পড়ুন, Sunny Leone: ফের একসঙ্গে 'বেবি ডল' জুটি, কণিকার সুরে রুপোলি পর্দায় সানি

ইটিটাইমস সূত্রে খবর, একসঙ্গে নতুন প্রোজেক্টের কাজ শুরু করবেন ক্যাটরিনা। দুজনের বাজারদর এখন আকাশছোঁয়া, আর নামীদামী ব্র্যান্ডগুলো এখন সেই জনপ্রিয়তাকেই ক্যাশ-ইন করতে চলেছে। জানা যাচ্ছে ভিক্যাটকে খুব শিগরির একটা বিজ্ঞাপনে একসঙ্গে দেখা যাবে। একটা হেলথ প্রোডাক্টের বিজ্ঞাপনী প্রচারের মুখ হবেন দুজনে। 

শোনা যাচ্ছে আগামী ২০ ডিসেম্বর মুম্বইতেই গ্র্যান্ড রিসেপশন পার্টির আয়োজন করেছেন তাঁরা। যেখানে উপস্থিত থাকবেন বলিউডের তাবড় তারকারা। প্রসঙ্গত, বিয়ে মিটতেই মধুচন্দ্রিমার উদ্দেশে মলদ্বীপে পাড়ি দিয়েছিলেন নব দম্পতি ভিকি-ক্যাটরিনা। সদ্যই তাঁরা সেখান থেকে মুম্বইয়ে ফিরেছেন। মুম্বই ফিরতেই পাপারাজ্জিদের ক্যামেরাবন্দি হন তাঁরা। 

Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App

.