চলে গেলেন অভিনেতা রণজিত চৌধুরী, শোক প্রকাশ সিনে মহলের

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৫ বছর 

Edited By: জয়িতা বসু | Updated By: Apr 16, 2020, 10:41 AM IST
চলে গেলেন অভিনেতা রণজিত চৌধুরী, শোক প্রকাশ সিনে মহলের

নিজস্ব প্রতিবেদন : চলে গেলেন অভিনেতা রণজিত চৌধুরী। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৫ বছর। বর্ষীয়ান অভিনেতার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে সিনে মহলে।

হৃতিকেশ মুখোপাধ্য়ায়ের খুবসরত,বাসু চট্টোপাধ্যায়ের বাতো বাতো মে, খাট্টা মিঠা-য় রণজিত-এর অভিনয় অবিস্মরণীয়। বাসু চট্টোপাধ্যায়ের খাট্টা মিঠা দিয়েই বলিউডে পা রাখেন রণজিত। ওই সিনেমায় রশি মিস্ত্রির অভিনয় দর্শকদের মন কেড়ে নেয়। অন্যদিকে বাতো বাতো মে-তে টিনা মুনিমের ভাইয়ের চরিত্রে অভিনয় করেন রণজিত।

 

হিন্দি ছবিতে যখন তিনি উজ্জ্বল অভিনেতা, তার মধ্যেই মার্কিন মুলুকে পাড়ি দেন রণজিত। এরপর দীপা মেহতার হাত ধরে বেশ কয়েকটি ছবিতে পরিচালনার কাজ করেন রণজিত। দীপা মেহতার সঙ্গে 'শ্যাম অ্যান্ড মি' পরিচালনার পর ওই সিনেমা কান উতসবে সবার নজর কেড়ে নেয়।

রণজিতের মৃত্যুতে সোশ্যাল শোক প্রকাশ করতে শুরু করেছে সিনে মহল। রাহুল ঢোলাকিয়া থেকে শুরু করে পূর্ণা জগন্নাথন, প্রত্যেকে বিমর্ষ রণজিত চৌধুরীর মৃত্যুর খবরে। 

.