৮৭ তেও কিশোর রইলেন কিশোরেই

কিশোর শব্দের সঙ্গে 'চির' শব্দটা আজ না বসালেই নয়  আজই বা কেন! তাঁর চলে যাওয়ার পরের দিন থেকেই তিনি 'চিরকিশোর'। বাংলার রসগোল্লা, কলকাতার পুজোর মতই কিশোর কুমার এক সর্বজনীন নাম। গায়ক, অভিনেতা, গীতিকার, প্রযোজক, পরিচালক, চিত্রনাত্যকার-এই সবকটা গুণ যদি একটা মানুষের ভূষণ হয়, তাহলে যে নামটিম প্রথম সারির দিকে থাকবে, তিনি হলেন কিশোর কুমার। বিশ্ব তাঁকে এই নামে বেশি চিনলেও, জানলেও বাঙালির কাছে তিনি প্রিয় 'আভাস দা'। 

Updated By: Aug 4, 2016, 05:04 PM IST
৮৭ তেও কিশোর রইলেন কিশোরেই

ওয়েব ডেস্ক: কিশোর শব্দের সঙ্গে 'চির' শব্দটা আজ না বসালেই নয়  আজই বা কেন! তাঁর চলে যাওয়ার পরের দিন থেকেই তিনি 'চিরকিশোর'। বাংলার রসগোল্লা, কলকাতার পুজোর মতই কিশোর কুমার এক সর্বজনীন নাম। গায়ক, অভিনেতা, গীতিকার, প্রযোজক, পরিচালক, চিত্রনাত্যকার-এই সবকটা গুণ যদি একটা মানুষের ভূষণ হয়, তাহলে যে নামটিম প্রথম সারির দিকে থাকবে, তিনি হলেন কিশোর কুমার। বিশ্ব তাঁকে এই নামে বেশি চিনলেও, জানলেও বাঙালির কাছে তিনি প্রিয় 'আভাস দা'। 

হ্যাঁ। আভাস কুমার গাঙ্গুলি। ৪ আগস্ট, ১৯২৯ ব্রিটিশ ইন্ডিয়ার খান্দোয়াতে জন্ম। এখন যা মধ্যপ্রদেশের অংশ। 

১৯৪৬ থেকে ১৯৮৭, স্বাধীনতার এক বছর আগে থেকে মৃত্যু পর্যন্ত ৩৯ বছরের কর্মজীবনে মুম্বই থেকে বাংলা শিল্প সৃষ্টিতে এক ভাস্কর হয়েই থেকেছেন, আছেন এখনও। তাঁর জন্মদিনে গোটা ভারত তাঁকে শ্রদ্ধ প্রণাম জানিয়েছে। আমরাও জানালাম মানুষের মনে আজীবন চির কিশোর হিসেবে থেকে যাওয়া এই মহান গায়ককে শ্রদ্ধা। 

 

.