ফের জমজমাট লা লিগ।

এইবার ও সর্বোচ্চ গোলদাতা হওয়ার লড়াইয়ে দুই মহারথী , মেসী ও ক্রিস্টিয়ানো রোনালডো।

Updated By: Sep 26, 2011, 12:54 PM IST

ফের জমজমাট লা লিগ। এইবার ও সর্বোচ্চ গোলদাতা হওয়ার লড়াইয়ে দুই মহারথী , মেসী ও ক্রিস্টিয়ানো রোনালডো।
গতকাল দুজনই করেছেন মরসুমের দ্বিতীয় হ্যাটট্রিক।
অ্যাটলেটিকো মাদ্রিদকে ৫-০ গোলে হারিয়েছে বার্সেলোনা।
রায়ো ভাল্লেকানোর বিপক্ষে ৬-২ গোলের জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ।
এই জয়ের সুবাদে লা লিগের ১১ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে লিগ তালীকার দিত্বীয় স্থানে কাতালানরা।
১০ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে তাদের চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ।
আর্জেনতিনার নব নির্বাচিত অধিনায়ক মেসি ফের নজর কেরেছে গোটা বিশ্বের এই মরসুমের ৫ ম্যাচে ৮ গোল করে।
গত মরসুমে মাদ্রীদ কে লিগ শিরোপা জেতাতে না পারলেও ৪০ টি গোল করে শীর্ষ গোল দাতা হয় ক্রিস্টিয়ানো রোনালডো।
কিন্ত এইবার ৮ গোল করে সর্বোচ্চ গোলদাতা হওয়ার লড়াইয়ে কিছুটা এগিয়ে মেসি।
অ্যাটলেটিকোর বিরুদ্ধে প্রথম গোলটি করে ডেভিড ভিয়া। আর তার পরেই একে একে তিনটি গোল করে কাতালানদের জয়ের আশা
নিশ্চিত করে দেয় ম্যাজিকাল মেসি। অ্যাটলেটিকোর ডিফেন্ডার মিরান্ডার আত্মঘাতী গোলের সুবাদে জয়ের ব্যবধান বেরে যায় আরও এক ধাপ।
৫-০ গোলের হার মেনে নিয়ে মাঠ ছাড়তে হয় অ্যাটলেটিকো মাদ্রিদকে।
অন্যদিকে নিজেদের মাঠে খেলার প্রথম মুহূর্তেই গোল হজম করতে হয় রিয়াল মাদ্রিদকে।
মিগুয়েল পেরেজ কস্তার গোলে ১-০ ব্যবধানে এগিয়ে যায় রায়ো ভাল্লেকানো।
৩৯ মিনিটে গোল শোধ করেন রোনালদো। প্রথমার্ধের শেষ মুহূর্তে গঞ্জালো হিগুয়েইনের গোলে এগিয়ে যায় রিয়াল।
দ্বিতীয়ার্ধের শুরুতেই পেনাল্টি থেকে গোল করে ব্যবধান বাড়িয়ে দেন রোনালদো।
৮৪ মিনিটে ভাল্লেকানোর কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন রোনালদো।
পেনাল্টি থেকে গোল করে পূর্ণ করেন নিজের হ্যাটট্রিকটাও।

.