close

News WrapGet Handpicked Stories from our editors directly to your mailbox

শহরে আসছে নতুন গোয়েন্দা শান্তিলাল

মৌলিক গোয়েন্দা গল্প নিয়ে আসছেন পরিচালক প্রতীম ডি গুপ্তা। 

Updated: Jul 3, 2019, 02:55 PM IST
শহরে আসছে নতুন গোয়েন্দা শান্তিলাল

রণিতা গোস্বামী: বাংলার সিনেমাপ্রেমী দর্শক বরাবরই গোয়েন্দা নির্ভর, রহস্য-রোমাঞ্চে ভরা সিনেমা দেখতে বেশ পছন্দ করেন। আর সেকথা মাথায় রেখেই হয়ত বাংলা ছবিতে বারবার ফিরে এসেছে ফেলুদা, ব্যোমকেশের মতো সাহিত্যের গোয়েন্দারা। তবে এবার সাহিত্যের বাইরে মৌলিক গোয়েন্দা গল্প নিয়ে আসছেন পরিচালক প্রতীম ডি গুপ্তা। 

টলিপাড়ায় প্রতীম ডি গুপ্তার তৈরি নতুন গোয়েন্দার নাম শান্তিলাল ভট্টাচার্য। আর তিনিই এবার প্রজাপতি রহস্যের সমাধানে নামবেন। ছবির নাম 'শান্তিলাল ও প্রজাপতি রহস্য'। পরিচালকের নিজের লেখা চিত্রনাট্য 'ইঙ্ক'-এর উপর ভিত্তি করেই তৈরি হচ্ছে এই গোয়েন্দা গল্প। যে চিত্রনাট্যটি 'সানডান্স ল্যাব' এ ২০১৩ সালে নির্বাচিত হয়েছিল। তবে পরিচালক প্রতীম ডি গুপ্তার কথায়, '' ছবির নাম ইঙ্ক বদলে ফেলা হয়েছে কারণ নাম শুধু এটি বাংলা নাকি ইংরাজি ছবি তা বুঝতে সমস্যা হতে পারে। আমি এবার এই ধারাবাহিক গোয়েন্দা গল্প তৈরি করব, যেখানে ছবির নাম গোয়েন্দার নামের ভিত্তিতেই বেছে নেওয়াটা দরকার। আশাকরি এবার থেকে শান্তিলাল ফ্র্যাঞ্চাইজির ছবি তৈরি হবে। তবে এক্ষেত্রে আমায় কপিরাইট কিনতে হয়নি, কারণ গল্পটা আমার নিজের লেখা। ''

আরও পড়ুন-'ফুল এন্টারটেইনমেন্ট'-এর জন্য সপরিবারে দেখতে যেতেই পারেন 'বিবাহ অভিযান'

আরও পড়ুন- উফফ! মোনালিসার লাস্য ও চপলতা দাপাচ্ছে ইন্টারনেট, পারবেন সামলাতে?

এই ছবিতে গোয়েন্দা শান্তিলাল ভট্টাচার্যের ভূমিকায় দেখা যাবে অভিনেতা ঋত্বিক চক্রবর্তীকে। যদিও এর আগে কোনও বাংলা ছবিতে গোয়ান্দার ভূমিকায় অভিনয় করতে দেখা যায়নি অভিনেতাকে। এ প্রসঙ্গে ঋত্বিক চক্রবর্তী বলেন, '' চিত্রনাট্য পড়ে আমার ভীষণ পছন্দ হয়েছিল। এটা একটা ইনভেস্টিগেটিভ থ্রিলার, আবার পাশাপাশি গল্পটা বেশ মজার। আশাকরি প্রতীমের সঙ্গে এই ছবিতে কাজ করতে ভালো লাগবে। এটা প্রতীমের সঙ্গে আমার চতুর্থ কাজ। ''

এ গোয়েন্দা গল্পে ঋত্বিকের বিপরীতে দেখা যাবে পাওলি দামকে। এর আগে 'মাছের ঝোল' ছবিতে দেখা গিয়েছেন পাওলি-ঋত্বিক জুটিকে। পাওলির কথায়, '' প্রতীম বরাবরই আমার জন্য দারুণ একটা চরিত্র তৈরি করে, নন্দিতা চরিত্রটিও তেমনই একটা চরিত্র।  ''

এই ছবিতে পাওলি, ঋত্বিক ছাড়াও দেখা যাবে গৌতম ঘোষ, চিত্রঙ্গদা চক্রবর্তী, অম্বরিশ ভট্টাচার্য সহ অন্যান্যদের। ছবিতে সিনেমাটোগ্রাফার হিসাবে পাওয়া যাবে শুভঙ্কর ধরকে। ছবির সম্পাদনা করেছেন শুভজিৎ সিংহ। ছবিতে সঙ্গীত পরিচালনার দায়িত্বে রয়েছেন অর্ক। আগামী অগস্ট মাসে মুক্তি পাবে এই ছবি। 

আরও পড়ুন-স্টেডিয়ামের ঢোকার মুখে পাক সমর্থকের বিদ্রূপ, নবাবি কেতায় জবাব সইফের