লকডাউনের সঙ্গে লড়াই, বাঁচার জন্য খাবার, ওষুধের খোঁজ মহাভারতের পর্দার ইন্দ্রের

ভক্তদের কাছে আর্জি জানান অভিনেতা 

Edited By: জয়িতা বসু | Updated By: May 22, 2020, 04:30 PM IST
লকডাউনের সঙ্গে লড়াই, বাঁচার জন্য খাবার, ওষুধের খোঁজ মহাভারতের পর্দার ইন্দ্রের

নিজস্ব প্রতিবেদন : লকডাউনের জেরে এবার বিপদে পড়লেন অভিনেতা সতীশ কৌল। মহাভারতে ইন্দ্র-খ্যাত অভিনেতা জীবনধারনের জন্য প্রাথমিক জিনিসপত্রের খোঁজ করছেন। যার মধ্যে চাল, ডাল থেকে শুরু করে ওষুধপত্রও রয়েছে।

জানা যাচ্ছে, লকডাউনের জেরে ক্রমশ অবস্থা বিগড়ে যেতে শুরু করে পঞ্জাবি অভিনেতা সতীশের। ফলে ভক্তদের কাছে আর্জি জানাতে শুরু করেন, জীবনধারণের জন্য প্রাথমকি জিনিসের জন্য। প্রসঙ্গত, পঞ্জাবি ও হিন্দি মিলিয়ে সতীশ কৌল প্রায় ৩০০টির মতো সিনেমায় অভিনয় করেছেন। সেই সঙ্গে রয়েছে, তাঁর মহাভারতের খ্যাতি। ৯-এর দশকের জনপ্রিয় এই ধারাবাহিকে ইন্দ্রদেবের ভূমিকায় অভিনয় করেন সতীশ কৌল।

বর্তমানে লুধিয়ানায় একটি ভাড়া বাড়িতে থাকেন সতীশ কৌল। ৭২ বছর বয়সী অভিনেতা যে এখনও অভিনয়ের জন্য ছটপট করেন, তা তাঁর কথা থেকেই বেশ স্পষ্ট। বয়স ৭০ পেরোলেও যে কোনও ভূমিকায় অভিনয়ের জন্য তিনি তৈরি বলে স্পষ্ট জানান এই পঞ্জাবি অভিনেতা।

সম্প্রতি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন টেলিভিশনের জনপ্রিয় মুখ আশিষ রায়। মুম্বইয়ের একটি হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। ডায়ালিসিসের জন্য ভক্তদের কাছে অর্থ সাহায্যের আবেদনও করেন এই জনপ্রিয় অভিনেতা।

.