Aparajita, Sauraseni-কে নিয়ে 'একান্নবর্তী' পরিবারের গল্প বলবেন মৈনাক ভৌমিক

মৈনাক ভৌমিকের আগের ছবিতেও গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা গিয়েছে অপরাজিতা আঢ্যকে।

Edited By: রণিতা গোস্বামী | Updated By: Jun 23, 2021, 09:01 PM IST
Aparajita, Sauraseni-কে নিয়ে 'একান্নবর্তী' পরিবারের গল্প বলবেন মৈনাক ভৌমিক

নিজস্ব প্রতিবেদন : 'চিনি'র সাফল্যের পর এবার একান্নবর্তী পরিবারের গল্প নিয়ে ছবি বানাচ্ছেন পরিচালক মৈনাক ভৌমিক (Mainak Bhaumik)। ছবির নাম 'একান্নবর্তী, ৫১ নয়, এক অন্ন'। ছবিতে মুখ্য ভূমিকায় রয়েছেন অপরাজিতা আঢ্য (Aparajita Auddy), অলকানন্দা রায় (Alaknanda Roy) ও সৌরসেনী মৈত্র (Sauraseni Maitra), অন্যন্য সেন (Ananya Sen)। প্রসঙ্গ, মৈনাক ভৌমিকের আগের ছবিতেও গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা গিয়েছে অপরাজিতা আঢ্যকে।

সম্প্রতি প্রযোজনা সংস্থা SVF-র তরফে প্রকাশ্যে আনা হয়েছে ছবির পোস্টার। জানা যাচ্ছে, দুর্গাপুজোর পটভূমির উপর তৈরি হবে ছবির গল্প। যেখানে দেখা যাবে কোনও একসময় একসঙ্গে পাশপাশি থাকা যৌথ পরিবার আজ কালের নিয়মে আলাদা। দুর্গাপুজোকে ঘিরেই তাঁরা মিলিত হয়। তারপর সেখান থেকেই এগোবে ছবির গল্প। ৮ জুলাই থেকে শুরু হবে ছবির শ্যুটিং।

ছবির বিষয়ে মৈনাক ভৌমিক (Mainak Bhaumik) বলেন, ''একান্নবর্তী ছবিটা যৌথ পরিবারের গল্প বলে। বাড়ির পুজো, যেটা ধীরে ধীরে বিলুপ্ত হয়ে যাচ্ছে সেটা এখানে উঠে আসবে। এটা হল একটা মজার সুখ-দুঃখের গল্প। যেটা এই হতাশাজনক পরিস্থিতিতে বাঙালিকে যৌথ পরিবারের ইতিবাচক মনোভাবের কথা স্মরণ করিয়ে দেয়।''

 (Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.