মিস ইউনিভার্স ২০১৯: সুইমস্যুট রাউন্ডের র্যাম্পে উল্টে পড়লেন একাধিক প্রতিযোগী
আচমকাই পা পিছলে পড়ে যান ফ্রান্সের সুন্দরী মায়েভা।
নিজস্ব প্রতিবেদন: ২০১৯-এর আটলান্টা শহরে মিস ইউনিভার্স ২০১৯ প্রতিযোগিতায় বিপত্তি। চলছিল স্যুইমস্যুট রাউন্ড। দিব্যি র্যাম্পে হাঁটছিলেন ফ্রান্সের সুন্দরী বছর ২৫ এর মায়েভা কুকে। তবে আচমকাই পা পিছলে পড়ে যান ফ্রান্সের সুন্দরী মায়েভা।
জানা যাচ্ছে মিস ইউনিভার্সের মঞ্চ ভিজে থাকার কারণেই এই বিপত্তি ঘটে। স্যুইম স্যুট রাউন্ডে হাঁটতে গিয়ে পড়ে যান মায়েভা। প্রথমটা অপ্রস্তুত হয়ে পড়লেও পরে অবশ্য হাততালি দিতে দিতে উঠে দাঁড়ান মায়েভা। ফের হাঁটতে থাকেন। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় উঠে এসেছে এই ভিডিয়ো। তবে শুধু মায়ভাই নন, মঞ্চ ভিজে থাকার কারণে ওই রাউন্ডে প্রায় ৫ জন প্রতিযোগীর সঙ্গে এই একই ঘটনা ঘটে। এধরনের বিপত্তির কারণে বেশ কিছুটা অস্বস্তিতে পড়েছেন মিস ইউনিভার্স ২০১৯- প্রতিযোগিতার আয়োজক কর্তৃপক্ষ।
আরও পড়ুন-মায়ের 'অন স্ক্রিন' চুম্বন দৃশ্য দেখে কী প্রতিক্রিয়া মেয়ের? মুখ খুললেন শ্বেতা তিওয়ারি
রবিবার রাতে (ভারতীয় সময় অনুসারে সোমবার ভোরে) জর্জিয়ার আটলান্টা শহরে বসেছিল ৬৮তম মিস ইউনিভার্স প্রতিযোগিতা। গোটা বিশ্বের ৯০ জন সুন্দরী এই প্রতিযোগিতায় অংশ নেন। এদিন দক্ষিণ আফ্রিকার জোজিবিনির মাথায় সেরার মুকুট পরিয়ে দেন ২০১৮র মিস ইউনিভার্স ক্যাটরিওনা গ্রে। রানার্স আপ হয়েছেন পুয়ের্তো রিকোর ম্যাডিসন অ্যান্ডারসন। তৃতীয় হন মেক্সিকান সুন্দরী সোফিয়া আরাগন। তবে এবার সেরা দশেও জায়গা করে নিতে পারেননি ভারতীয় সুন্দরী বর্তিকা সিং।