নিশ্চিত জেলের মুখ থেকে ফিরে সাময়িক স্বস্তিতে সলমন, হিট অ্যান্ড রান মামলায় নতুন করে শুনানি শুরুর নির্দেশ

মুম্বইয়ের হিট অ্যান্ড রান মামলায় স্বস্তি সলমন খানের। বৃহস্পতিবার মুম্বইয়ের দায়রা আদালত নতুন করে সলমনের আবেদন শোনার নির্দেশ দিয়েছে। নতুন প্রমাণও খতিয়ে দেখবে আদালত। হিট অ্যান্ড রান মামলায় নতুন করে শুনানি শুরুর নির্দেশ দিয়েছে আদালত।

Updated By: Dec 5, 2013, 04:34 PM IST

মুম্বইয়ের হিট অ্যান্ড রান মামলায় স্বস্তি সলমন খানের। বৃহস্পতিবার মুম্বইয়ের দায়রা আদালত নতুন করে সলমনের আবেদন শোনার নির্দেশ দিয়েছে। নতুন প্রমাণও খতিয়ে দেখবে আদালত। হিট অ্যান্ড রান মামলায় নতুন করে শুনানি শুরুর নির্দেশ দিয়েছে আদালত।

সলমনের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩০৪ ধারায় অনিচ্ছাকৃত খুনের মামলা চলছিল। এর আগে আদালত এই মামলায় যে রায় দিয়েছিল,তারফলে সলমন খানের দশ বছর পর্যন্ত জেল হতে পারত। জুন ২৪-এর সেই রায় অভিনেতার জন্য বড় ধাক্কা ছিল।

সলমন এরপর আদালতে অনুরোধ জানায় , এই মামলায় যে যাবতীয় তথ্য প্রমাণ পেশ করা হয়েছিল, তা ফের খতিয়ে দেখতে হবে। ২৮ সেপ্টেম্বর, ২০০২ সালের রাতে ওই গাড়ি দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছিল ও চারজন গুরুতর ভাবে জখম হয়েছিল। গত নভেম্বর মাসে নতুন করে আদালতে আবেদন জানান সলমন। দোষী প্রমাণিত হলে ১০ বছর পর্যন্ত জেল হতে পারে সলমনের। সলমনের আইনজীবী বলেছিলেন, সলমনকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেয়নি আদালত। আগামী ২৩ ডিসেম্বর শুরু হবে শুনানি।

২০০২ সালের সেপ্টেম্বর মাসে সলমনের গাড়ি নিয়ন্ত্রন হারিয়ে বান্দ্রার ফুটপাথে শুয়ে থাকা ৫ ব্যক্তিকে ধাক্কা মারে। ঘটনায় মৃত্যু হয় এক জনের। বাকিরা গুরুতর জখম হন।

.