close

News WrapGet Handpicked Stories from our editors directly to your mailbox

সরস্বতী পুজোয় ভক্তদের ম্যাজিক দেখালেন মুমতাজ সরকার

সরস্বতী পুজো উপলক্ষ্যে সোশ্যাল মিডিয়ায় ভক্তদের জাদু দেখালেন মুমতাজ। 

Updated: Feb 10, 2019, 08:58 PM IST
সরস্বতী পুজোয় ভক্তদের ম্যাজিক দেখালেন মুমতাজ সরকার

নিজস্ব প্রতিবেদন: সরস্বতী পুজো উপলক্ষ্যে সোশ্যাল মিডিয়ায় সেলিব্রেশনের নানান ছবি পোস্ট করছেন টালিগঞ্জের তারকারা। কোয়েল, ঋতুপর্ণা, সেনগুপ্ত, দেব, সোহম সহ সকলেই পুজোর ছবি শেয়ার করেছেন। তবে এসবের মধ্যে টলি অভিনেত্রী মুমতাজ সরকারের সরস্বতী পুজোর সেলিব্রেশনটা ছিল একটু অন্যরকম। হাজার হোক খ্যতনামা জাদুকর পি সি সরকার জুনিয়ারের কন্যা বলে কথা। তাই সরস্বতী পুজো উপলক্ষ্যে সোশ্যাল মিডিয়ায় ভক্তদের জাদু দেখালেন মুমতাজ। 

দাদু, বাবার পথে হেঁটে জাদু দেখানোকে পেশা হিসাবে বেছে নেননি মুমতাজ। পেশা হিসাবে অভিনয়কে বেচেছেন তিনি। তবে জাদু বিদ্যাটাও মন্দ জানেন না মুমতাজ। তারই প্রমাণ রাখলেন সোশ্যাল মিডিয়ায়। সরস্বতী পুজো উপলক্ষ্যে হরেক রকম নাড়ু মুখ থেকে বের হয়ে এল মুমতাজের। ক্যাপশানে মুমতাজ লিখেছেন, ''অন্যের ভাগের প্রসাদ খেলে এমনটাই ঘটে। '' দেখুন কী কাণ্ড...

আরও পড়ুন-স্ত্রী উদিতা গোস্বামীর জন্মদিনে ছেলের প্রথম ছবি শেয়ার করলেন মোহিত সুরি

শুধু তাই নয়, গোটা পরিবারের সঙ্গে সরস্বতী পুজোর সেলিব্রেশনের ছবিও শেয়ার করেছেন মুমতাজ। সেখানে মুমতাজের বাবা পি সি সরকার জুনিয়র, তাঁর মা জয়শ্রী দেবী ও দুই বোন মৌবনী সরকার ও মনেকার সরকারের ছবি শেয়ার করেছেন মুমতাজ।

আরও পড়ুন-সরস্বতী পুজোর সেলিব্রেশনে বলিউড সেলেবরা

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 

প্রসঙ্গত, এই মুহূর্তে ইমরান বলে একটি ছবির শ্যুটিংয়ে ব্যস্ত মুমতাজ সরকার।

আরও পড়ুন-বীরেন্দ্রকৃষ্ণ-উত্তম বিতর্ক উস্কে দিল 'মহালয়া'