সঙ্গীতজীনে নচিকেতার ২৪ বসন্ত পার
সঙ্গীতমহলে তিনি প্রবীণ। তাঁর মতে তিনি সবে সঙ্গীতজীনের ২৪ বসন্ত পার করলেন।
ওয়েব ডেস্ক: সঙ্গীতমহলে তিনি প্রবীণ। তাঁর মতে তিনি সবে সঙ্গীতজীনের ২৪ বসন্ত পার করলেন।
২০১৬'য় যখন একের পর এক সঙ্গীতশিল্পী নিজেদের কেরিয়ারের ২০ বছর,২৫ বছর পার করার সেলিব্রেশন করলেন। তখন ২০১৭ র শুরুতে তাঁদের থেকে অনেক প্রবীণ শিল্পী নচিকেতা উদযাপন করলেন তাঁর সঙ্গীতজীবনের ২৪ বছর। এখানেই যেন প্রমাণিত তিনি সবার থেকে অন্যরকম। কারণ অসুস্থতার কারণে বেশ কিছু বছর তিনি নিজেকে গুটিয়ে রেখেছিলেন। বহুদিন পর তাঁর একক অনুষ্ঠান। মহাজাতি সদন সাক্ষী রইল এই সুরেলা সন্ধ্যার। উত্সাহ ধরা পড়ল উপস্থিত শ্রোতাদের চোখেমুখে। স্টেজে একের পর এক নচিকেতার গান। গান গাইছেন স্বয়ং নচিকেতা। এইভাবেই অনুষ্ঠিত হল আপনি,আমি এবং এক ঝাঁক নচিকেতা। অনুষ্ঠানে উপস্থিত হৈমন্তি শুক্লা, শুভমিতা ব্যানার্জির মতো সঙ্গীত মহলের অনেকে।
অনেকটা সময় নিজেকে গুটিয়ে রাখলেও সৃজিত মুখার্জি তাঁকে ফিরিয়ে আনলেন জুলফিকার ছবির এক পুরনো মসজিদে গান দিয়ে। শিবপ্রসাদ-নন্দিতার পোস্তর স্বাদ বাড়াতে সেখানেও তাঁর গানের ব্যবহার। এইভাবে আবারও বাংলা মাতানোর খেলায় মাতলেন নচিকেতা।