সুশান্তের মৃত্যুতে মাদকযোগ, সোমবার সকালে NCB-র অফিসে পৌঁছলেন রিয়া চক্রবর্তী

সৌভিক এবং স্যামুয়েলকে মেডিকেল টেস্টের জন্য নিয়ে যাওয়া হয় 

Edited By: জয়িতা বসু | Updated By: Sep 7, 2020, 10:03 AM IST
সুশান্তের মৃত্যুতে মাদকযোগ, সোমবার সকালে NCB-র অফিসে পৌঁছলেন রিয়া চক্রবর্তী
ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদন : ​নারকোটিক্স কন্ট্রোল ব্য়ুরোর অফিসে পৌঁছে গেলেন রিয়া চক্রবর্তী। সোমবার সকালে নির্দিষ্ট সময়ের আগেই এনসিবির অফিসে পৌঁছে যান অভিনেত্রী। রবিবারের পর সোমবারও মাদকের কারবার এবং লেনদেন নিয়ে রিয়া চক্রবর্তীকে জিজ্ঞাসাবাদ করা হবে। সৌভিক চক্রবর্তী, স্যামুয়েল মিরান্ডা এবং দীপেশ সাওয়ান্তদের সঙ্গে বসিয়ে রিয়াকে এদিন জিজ্ঞাসাবাদ করা হবে কি না, সে বিষয়ে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি।  তবে সৌভিক চক্রবর্তী এবং স্যামুয়েল মিরান্ডাকে সোমবার সকালেই মেডিকেল টেস্টের জন্য নিয়ে যাওয়া হয়। ফলে এনসিবি অফিসের চারপাশে ব্যাপক পুলিস মোতায়েন করা হয়।

রবিবার দুপুর বারোটা নাগাদ রিয়া চক্রবর্তীকে নিয়ে অফিসে পৌঁছয় এনসিবি। ফলে এনসিবি অফিসের চারপাশে ব্যাপক পুলিস মোতায়েন করা হয়। যদিও নির্দিষ্ট সময় পেরিয়ে যাওয়ার পর অর্থাত প্রায় পৌনে বারোটা নাগাদ সুশান্ত সিং রাজপুতের বিশেষ বান্ধবীকে নিয়ে এনসিবির গাড়ি রওনা দেয় অফিসের দিকে। রবিবার প্রায় ৭ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করা হয় রিয়া চক্রবর্তীকে।

.