নোরার 'গরমি'-র ধুনে নাচছেন নিখিল-শ্যামা, দেখুন 'কৃষ্ণকলি' জুটির নতুন রূপ

নিজের ফেসবুক হ্যান্ডেলে ভিডিয়ো শেয়ার করেন নীল ভট্টাচার্য 

Edited By: জয়িতা বসু | Updated By: Mar 3, 2020, 02:54 PM IST
নোরার 'গরমি'-র ধুনে নাচছেন নিখিল-শ্যামা, দেখুন 'কৃষ্ণকলি' জুটির নতুন রূপ

নিজস্ব প্রতিবেদন: একেবারে অন্যরকম লুকে হাজির হলেন কৃষ্ণকলি ধারাবাহিকের নিখিল এবং শ্যামা। যেখানে স্ট্রিট ডান্সার-এর জনপ্রিয় গান হায় গরমি-র ধুনে কোমর দোলাতে দেখা যায় নিখিল ওরফে নীল ভট্টাচার্য এবং তিয়াশাকে। নিজের ফেসবুক হ্যান্ডেলে সেই ভিডিয়ো শেয়ারও করেন নীল ভট্টাচার্য।

আরও পড়ুন : সম্পর্কের গুঞ্জনের মাঝে দূরে ছিলেন ক্যাটরিনার কাছ থেকে, সূর্যবংশীর পর কী বললেন অক্ষয় কুমার!
দেখুন...

প্রসঙ্গত স্ট্রিট ডান্সার-এ নোরা ফতেহির হায় গরমি প্রকাশ্যে আসার কয়েক মুহূর্ত পরই তা ভাইরাল হয়ে যায় হু হু করে।
সম্প্রতি কৃষ্ণকলির লুক নিয়ে সোশ্য়াল মিডিয়ায় জোর শোরগোল শুরু হয়ে যায়। হঠাত করে কীভাবে শ্যামার গায়ের রং পালটে গেল, তা নিয়ে প্রশ্ন করতে শুরু করেন অনেকে। পাশাপাশি শ্যামা ওরফে তিয়াশার বুলেট চালানো নিয়েও জনপ্রিয় ওই অভিনেত্রীকে ট্রোল করতে শুরু করেন নেটিজেনদের একাংশ। যদিও বিষয়টি নিয়ে কোনও মন্তব্য করতে চাননি তিয়াশা।

.